পৃথিবীর সবচেয়ে বড়সম্পদ বৈধ বন্ধন প্রতি টান ও ভালবাসা।

লিখেছেন লিখেছেন নতুন মস ০৩ মে, ২০১৩, ০২:৩৪:১০ রাত

পৃথিবীর ক্লান্তিতে ঢাকা

অন্ধকারাচ্ছন্ন ঘনকালো মেঘে রূপময়তা রাত।

চাঁদের আলোয় উড়ন্ত মেঘের ছুটাছুটির খেলা

বড় বড় দালানগুলো

জড় তবে ক্ষুদ্র ক্ষুদ্র মানুষগুলো দ্বারা সবর্দা ব্যবহৃত

কত টাকা দরকার এই পৃথিবীর সুখের জন্য

কত টাকার বাড়ি

কত টাকার গাড়ি

কত গহনাগাটি

আর কত পোশাক পেলে মানুষ সত্যি সত্যি প্রকৃত প্রশান্তি লাভ করে কে জানে।

পাটিতে বসে আলুভর্তা আর ডিম ভাজি সাথে একটু ঘি

কত যে তৃপ্তি

মাছ গোস্তের ভিতর খুঁজে পাইনি আমি।

পোশাক কখনই গুরুত্বপূর্ণ নয় আর বাড়ি গাড়ি ত আরও মুল্যহীন।

সবই যদি মূল্যহীন তবে মূল্যবান কি?

HSC test পরীক্ষার পর তিন মাস সময় থাকে যেহেতু Test পরীক্ষায় গনিতে ফেল করেছি আব্বু কিছুতেই ফরম ফিলার্ব করতে দিবেন না।

তিনি বলেছিলেন ফাইনালে D পাবা।

আমি নাছোড়বান্দা পরীক্ষা দিব শেষে চাচা ফরম ফিলার্ব করালেন।যদিও রসায়ন খুব পছন্দের বিষয় ছিল কিন্তু অধিকাংশ বিক্রিয়া মুখস্ত করেছি।

হঠাত্‍ ঐ সময় দাদা অসুস্থ রংপুর ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করানো হয়।

আমার ডিউটি ছিল সকাল ৮টার মধ্যে নাস্তা নিয়ে দাদার ওখানে যাওয়া সারা দিন থেকে সন্ধ্যার পর আব্বু আসতেন প্রায় রাত ১১টা পর্যন্ত দাদার ওখানে থাকতেন।রাতে থাকতেন ভাইয়া আর চাচা।সারাদিন কোন না কোন ফুপু থাকতেন।

তারপর আব্বু আর রিস্কা করে গল্প করতে করতে ১২টায় বাসায় পৌছাতাম প্রায় ১০ দিনের উপর ছিলেন।

অদ্ভুত ব্যাপার হলেও সত্য পরীক্ষার আগে পাগলের মত চিন্তা করে আমার তেমন কোন প্রভাব পরেনি।

আমার পরীক্ষা ভালই হয়েছিল।

আসলে এই বন্ধনগুলো

খুব মজবুত যা কোন ধন সম্পদ দিয়ে অর্জিত হয় না।

বৃদ্ধ বাবার প্রতি সন্তানদের যন্ত ভালবাসা দায়িত্ব পালন

এই যে বন্ধন তা ত কোটি কোটি টাকার বিনিময়ে কিনতে পাওয়া সম্ভব নয়।

আসলে মানুষ যদি প্রকৃতি পক্ষে মানুষকে গুরুত্ব দেয়ঃ

মা যেমন সন্তানকে

বৃদ্ধ মা বাবাকে যেমন সন্তান

জামাইকে বৌকে

বৌ জামাইকে

তখন সত্যি অশান্তি ঘরে থাকবেনা।

প্রকৃতি পক্ষে অধিকাংশ বুদ্ধিমান মানুষ শান্তি খোঁজে টাকা পয়সা নয়।

অশান্তির তিনটি ক্ষতিকর উপাদানঃ

১.টাকা<অতিরিক্ত চাহিদা>

২.নারী/পুরুষ<অবৈধ সম্পর্ক>

৩.নেশা<মদ গাঁজা>

পৃথিবীর সবচেয়ে বড়সম্পদ বৈধ বন্ধনগুলোয প্রতি ভালবাসা।

নতুন মস

রাত:২.৩২

পুরো ঢাকা শহর একটু একটু করে হেটে হেটে ঘুরে ঘুরে দেখার ইচ্ছে আছে।

বিষয়: বিবিধ

৯৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File