প্রজন্ম থেকে প্রজন্ম চক্রাকারে জীবনবোধ

লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ জানুয়ারি, ২০১৩, ০১:৩৬:৪৯ রাত

দুটি মুহূর্ত্বে মানুষ বড়ই অসহায়।

এক. শিশুকাল(বাবা মা)

দুই. বৃদ্ধাকাল(সন্তান)

এই দুই কালের গুরুত্ব অনেক বেশি।কারণ এর মাঝেই প্রকৃত শান্তি নিহিত থাকে।

আবার আব্বু একদিন বলেছিলেন

একটি বাড়িতে একজন বৃদ্ধ বৃদ্ধা ও একজন শিশু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত সরূপ।

প্রথমকালে ভুমিকা পালন করে বাবা মা

দ্বিতীয়কালে ভুমিকা পালন করে সন্তান

যেহেতু প্রজন্ম থেকে প্রজন্ম বাবা মা সন্তান প্রক্রিয়াটি চক্রাকার ঘুরছে ।

সুতরাং আজ যারা মা বাবা হচ্ছেন কিন্তু সন্তানকে ইসলামের সঠিক দ্বীনি শিক্ষা দেওয়ার ব্যাপারে উদাসীন।কিন্তু পক্ষান্তরে জজ ব্যরিষ্টার ডাক্তার ইন্জিনিয়ার বানানোর জন্য দিন রাত পরিশ্রম করছেন

তারা গভীরভাবে চারপাশ বিশ্লেষণ করে দেখুন আপনার মা ও বাবা যেভাবে গভীরভাবে আদর যন্ত ভালবাসা ও চাহিদা পুরন করেছেন শুধু মাত্র ইসলামের সঠিক শিক্ষা না দেওয়ার কারণেই

আজ তাদের প্রতি আপনি আমি অনেকেই অজান্তেই উদাসীন।যার পরিনতি বৃদ্ধশ্রম।আর যারা বড় লোক তারা টাকার জোরে চারদেয়ালে সন্তানহারা জীবনযাপন করছেন। কারণ তাদের সন্তানরা আমিরিকা লন্ডন জার্মান থাকে ।

সুতরাং শিশুকালে বাবা মা না থাকলে আমি অসহায়

বৃদ্ধাকালে আমি না থাকলে বাবা মা অসহায়।

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File