কাদের মোল্লাদের রক্ষা করতে চাওয়াটা অনৈতিক নয় কি !!!!!

লিখেছেন লিখেছেন মহি১১মাসুম ১৯ জানুয়ারি, ২০১৩, ০১:৪৫:৪০ রাত



যুদ্ধাপরাধ/৭১ এর মানবতার বিচারকে নিয়ে আমরা প্রশ্ন করছি-কখনও বুঝে কখনও না বুঝে

যারা বুঝেও না বুঝার ভাণ করে প্রশ্ন করেন,তাদের বুঝানোর ক্ষমতা কার আছে ?

না বুঝে বিভ্রান্ত হচ্ছেন যারা তাদের পড়ার অনুরোধ করছি ।

অন্যরা (বুঝেও ভাণকারীরা) না পড়লেও চলবে ।

বিঃদ্রঃ বুঝেও না বুঝার ভাণকারীদের বুঝানোর অক্ষমতা আমার চিরায়ত ।

প্রশ্নঃ যুদ্ধাপরাধ বা ৭১ এর মানবতার বিচারকে নিয়ে সরকার রাজনীতি করছে কি ?

মুক্তিযুদ্ধ ছিল একটা রাজনীতি । ঐ সময়ে যুদ্ধের পক্ষে ও বিপক্ষের অবস্থানটাও ছিল রাজনৈতিক । দুই পক্ষই পারষ্পরিক হত্যা বলুন, দমন-নিপীড়ন বলুন সবই করেছে রাজনৈতিক উদ্দেশ্যে বা সিদ্ধান্তে । কিন্তু যুদ্ধে জয় লাভকারীরাই পরাজিতদের রাজনীতি বলুন,অপরাধ বলুন সবকিছুকেই বিচারের মুখোমুখি করার নৈতিক ক্ষমতা অর্জন করে । পৃথিবীর ইতিহাসে বিভিন্ন দেশেও অনুরুপ জয়লাভ কারীরাই পরাজিতদের রাজনীতি ও রাজনীতিবিদদের ঐ সময়কার খুন-খারাপিকে অপরাধ বিবেচিত করে শাস্তি দিয়েছে । আর শাস্তিটাও রাজনৈতিক ভাবেই হয় । ধরুন ,কাদের মোল্লা ৭১ এ যা করেছিল তা তার রাজনৈতিক সিদ্ধান্তেই করেছে তাই বিচারের মধ্যে রাজনীতি থাকবেই এবং থাকাটাই উচিত বরং রাজনীতি না থাকলে বিচারটা নিচক এখনকার সময়ে সংঘটিত সাধারণ হত্যাকারী/খুনীর মত মর্যাদাহীন হবে ।

প্রশ্নঃ সত্যিকার দোষী হলে শাস্তির পক্ষে আমিও ।

৭১ এ যুদ্ধে স্বাধীনতার পক্ষের মানুষদের হত্যা খুন নিশ্চয় মিথ্যা তথ্য নয় !

৭১ এ যুদ্ধে স্বাধীনতার পক্ষের মা বোনের সম্ভ্রমহানি নিশ্চয় মিথ্যা তথ্য নয় !

৭১ এ যুদ্ধে স্বাধীনতার পক্ষের মানুষদের বাড়ি ঘরে লুটপাঠ অগ্নি সংযোগ নিশ্চয় মিথ্যা তথ্য নয় !

এখন যারা বিচারাধীন তারা পাক হানাদারদের এদেশীয় দোসড় নিশ্চয় মিথ্যা তথ্য নয় !

বিচারাধীনরা যুদ্ধাপরাধীরা ৭১ এ শীর্ষ দোসড়ের ভূমিকার ব্যাপারে নিশ্চয় আপনার সন্দেহ নাই ।

তাই ওরাই সত্যিকার শীর্ষ দোষী ।।।

যুদ্ধে জয়লাভকারী রাজনীতির সরকার পরাজিতদের রাজনীতিকে (যুদ্ধের সময়কার কার্যক্রমকে) কতটুকু মাফ করবে, কতটুকুকে শাস্তি দিবে বা শাস্তি কতটুকু তীব্র বা লঘু করবে এটা জয়ী রাজনীতিকদের রাজনৈতিক সিদ্ধান্ত ।

আওয়ামালীগ যুদ্ধের নেতৃত্বদানকারী জয়ী দল ,তা ইতিহাস সত্য । আর বিচারটা দেরীতে হলেও আওয়ামী লীগই করছে । তাই রাষ্ট্রের নৈতিক কাজটি আওয়ামী লীগকে করতে দিন নিশ্চয়, আমার/আপনার উচিত রাষ্ট্রের নৈতিকবিচারকে অনৈতিকভাবে প্রতিরোধকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়া আর বিচার প্রতিরোধকারীদের ধৈর্য্যধারনের পরামর্শ দেয়া এবং বিচারের সফলতা কামনা করা ।

বিষয়: রাজনীতি

১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File