তুষারপাতের কারনে ৪ শত ফ্লাইট বাতিল হিথ্রু বিমান বন্দরে বিমান উড্ডায়ন ও অবতারণ বন্ধ

লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ জানুয়ারি, ২০১৩, ০১:৪৬:১৬ রাত

আজকের সারাদিন তুষারপাতের কারনে হিথ্রুতে নিয়মিত বিমানের ফ্লাইট সূচীতে পরির্বতন আনা হয়েছে । সকালের দিকে কিছু বিমান উঠা নামা করলেও অত্যাধিক বরফ জমার কারনে দুপুরের পর থেকে আর কোনো বিমান উঠা নামা করতে দেখা যায়নি। যেখানে প্রতি মিনিটে প্রায় ৬০ টির মতো বিমান উঠা নামা করে । যদিও আগে থেকেই যাত্রীরা জানতেন যে তুষারপাতের কারনে হয়তো ফ্লাইট বাতিল হতে পারে । এতে অনেক যাত্রী তাদের নিদিষ্ট গন্তেব্যে গমন করতে পারেনি। স্থানীয় সময় রাত ৭:৩০ মিনিট এ বিবিসি -১ ও বিবিসি নিউজ এ সংবাদ জানায় ।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File