রবির অ্যাড....আমাদের দেশপ্রেমিকরা!!!
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ২৮ মার্চ, ২০১৩, ০৩:১১:১৩ দুপুর
রবি অ্যাডের সেই দেশপ্রমিক ট্যাক্সি ড্রাইভারকে একটা প্রশ্ন করতে ইচ্ছা করে খুব।
- ' ভাই উত্তরা যাইবেন ? মিটারে ?? '
নির্মাতা অ্যাডটা দারুন বানিয়েছেন,বলতে দ্বিধা নেই,কিন্তু দুর্নীতি এখন শুধু রাঘববোয়ালরাই করেন না,দুর্নীতি স্রেফ অফিস-আদালতেই হয় না,অসৎ কাজ গুলো ছড়িয়ে আছে আমাদের সমাজের কোনে কোনে। এখন বলতে গেলে দুর্নীতি সবাই করছেন,কাজের বুয়া থেকে শুরু করে সবাই। সাংবাদিকতার মতো পেশা স্রেফ এই কারনে আজকে ঘৃনার বস্তুতে পরিনত হয়েছে!। ছোট ছোট অন্যায় গুলো থেকেই জন্ম নিচ্ছে বড় অন্যায় গুলো। আজ ছাত্র অবস্থায় যারা অন্যায় করছে,টাকা দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিচ্ছে,একদিন এরাই কর্ম জীবনে যেয়ে বড় রকমের দুর্নীতি করছে। আজ যে ট্যাক্সি ড্রাইভার যাত্রী উঠানোর পর বলছেন 'ভাই,পুলিশ ধরলে বইলেন মিটারে যাচ্ছি!' কাল সেই ড্রাইভারই টাকার লোভে কালোবাজারীদেরকে সহায়তা করছেন। আজকে যারা ঘুষ খেয়ে অভ্যস্থ,একদিন তারাও ঘুষ দিয়ে অভ্যস্থ ছিলো। আর এভাবেই জন্ম নিচ্ছে বড় বড় সব অপরাধের। আর এর মাঝেখানে পড়ে শোষিত হচ্ছি,আমরা সাধারন জনগনেরা,অন্ধকারে পড়ছে আমাদের ভবিষত প্রজন্ম। কার লাভ হচ্ছে এখানে?? আমাদের?দেশের? আমাদের নেক্সট জেনারশনের? নাহ। কেউই লাভবান হচ্ছি না। তাহলে কেন প্রশ্রয় দেই আমরা এসব অন্যায় গুলোকে? কেন দেখেও না দেখার ভান করি?! কেন ছোট-খাট অন্যায় গুলোকে বড় হতে দেই?..!!!
তাই দুর্নীতি বন্ধ করতে হলে সব শ্রেনী থেকেই বন্ধ করতে হবে,প্রতিবাদ শুধু নয়,মুখে মুখেই শুধু বুলি আওড়ানো নয়। নিজ বিবেকবোধ থেকে নিজ অবস্থান থেকে এর মুলৎপাটন করতে হবে। আমাদের সততা,বিবেকবোধকে স্রেফ মনে রেখেই নয়,কাজে বাস্তবায়ন করতে হবে..
খুব বেশি কিছু বলতে আর চাইনা,কথায় আছে,'বুদ্ধিমান বা জ্ঞানীর জন্য একটু ইশারা বা ইঙ্গিতই যথেষ্ট'..
বিষয়: বিবিধ
১২৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন