বৃষ্টিকাব্য-৩
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০২ জুন, ২০১৫, ০৬:০৫:২৮ সন্ধ্যা
শহুরে জীবন কাঁদা-পানিতে চলতে করে অভ্যস্থ
আর বৃষ্টিতে ভিজতে?অনেকটা অনভ্যস্থ!
বৃষ্টি আর মেঘলা আবেশ ধুয়ে যায় বারোমাস
যখন শহুরে জমাট পানিতেই গড়তে হয় আবাস!
--
তবু বৃষ্টি ভালো লাগে, কখনো কাব্যে কিংবা
রবি বাবুর রেখে যাওয়া সুরে
কি লাগে না ভালো?
--
হুম,লাগে মাঝে-সাঝে,এক-আধটুকু
তবে তা বৃষ্টি না,মেঘলা দিনের টেনশন ফ্রি ঘুম!
বৃষ্টি তো বৃষ্টি ই,তারে ভালো লাগলেই কি?আর ভালোবাসলেই কি?
বৃষ্টি বিলাসের দিন গুলো সেই কবেই ফেলে এসেছি আর কি!
--
তবুও তো মানুষের ই মন,যা বৃষ্টি ছুঁইয়ে যায় অনেকটাক্ষণ
কি যায় না ছুঁয়ে? বৃষ্টিদিনের একলা বিকেল আর ভীষণ মায়াময় সন্ধ্যা
হয় না প্রিয়?
--
হুম,হয়তো ঐ মাঝে-সাঝে,এক-আধটুকু
তবে বৃষ্টিবিলাস না,বরং ফাঁকা রাস্তা ধরে
অন্য দিনের চেয়ে একটু তাড়াতাড়ি
ভীড়-ভাট্টা কমে বাসে চড়ে বাড়ি ফেরার আনন্দ!
--
দিনের সাথে সাথে অস্ত যাওয়া অনুভূতি গুলো
ইতিবৃত্তের চক্রাকারে এভাবেই ঘুরে যায়
কফি মগের ধোঁয়ার আবেশ আর শব্দহীন সময়
কলম-কী বোর্ডে আঙ্গুল ছুঁয়ে বৃষ্টি বন্দী রয়।
বিষয়: সাহিত্য
১৫২৮ বার পঠিত, ৩০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কই আমি একটু সবোর্চ্চ মন্তব্যকারীতে প্রথম হয়েছিল আর আপনি এক পোষ্টেই সাত মন্তব্য করে আমার জায়গাটা অবৈধ ভাবে দখল নিয়েছেন।
আমি এর তীব্র নিন্দা জানাছি
আপুরা নিজেরাও জানে............
ক্ত শখ করে গতকাল কাপড় কেচে ভার্সিটিতে গিয়েছিল ক্লাস করতে। আর শখের বৃষ্টি আমার শুখনা কাপড় খানা একই বারে জুব্বিয়ে মেরেছে
মন্তব্য করতে লগইন করুন