এক পথ যাত্রীর 'সাহাবী আচরণে' আমি মুগ্ধ!
লিখেছেন লিখেছেন ব্লগার সাজিদ আল সাহাফ ০২ জুন, ২০১৫, ০৫:২৭:১১ বিকাল
৭ নাম্বার বাসে উঠেছি এ্যালিফ্যান্ট রোড যাওয়ার জন্য| বাসটিতে খুব বেশি ভিড় ছিলনা| শুধু একটি সিট খালি ছিল| বাম পাশের দুই সিটের একটিতে একজন ব্যক্তি বড় ধরনের বোঝা নিয়ে বসে আছে| জানালার পাশের ছিট খালি| কড়া রোদে জানালার পাশের ছিট আগুন হয়ে আছে| আমি বাসে ওঠার পর ঐ যাত্রীভাই তার পাশে খালি সিট দেখিয়ে বললেন,ভাই বসুন| অতিরিক্ত গরমে অলরেডি ঘামছি| তাই ভাবলাম ঐ জানালার পাশে বসলে বাসেই গোসল হয়ে যাবে| তাই বললাম থ্যাঙ্কস ভাই, বসবো না।
কিন্তু হঠাৎ তিনি আমাকে আশ্চার্য করে দিয়ে বললেন, ভাই এবারে বসুন| তার কষ্ট হবে ভেবে আমি বারবার না করতে লাগলাম| কিন্তু তার অনুরোধে বসতেই হলো|
যাইহোক, সিটে বসে মনটা ছটফট করতে লাগলো| জানতে ইচ্ছে হলো ঠিক কী কারণে তিনি আমাকে এভাবে বসতে বললেন! বললাম ভাই,কিছু মনে না করলে একটি কথা জিজ্ঞেস করি?
"ভাই আপনি আপনার বোঝা কোলের উপরে নিয়ে, জানালার পাশে রোদের মধ্যে গিয়ে আমাকে বসতে দিলেন কী ভেবে?"
উনি বললেন, "ভাই আমি বুঝতে পেরেছি কড়া রোদের কারণেই আপনার বসতে কষ্ট হবে| দুই সিটের একজনকেতো কষ্ট করতেই হবে| আর সেই কষ্ট না হয় আমিই করলাম| তবুও আপনি বসুন|"
আমি বেশ লজ্জা পেলাম| তবে তার সুন্দর ভাবনা আমাকে নাড়িয়ে দিলো| তার স্থানে আমি হলে কী করতাম?
_সাজিদ আল সাহাফ
বিষয়: বিবিধ
১৩৪০ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন