টুডে ব্লগে ৭৩০ দিন!
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৩ ডিসেম্বর, ২০১৪, ১১:০৭:১২ রাত
''দিনের পেছনে দিন চলে যায়,রাত্রীরে ফুরোয় ব্যস্ততা
এখানে যখন আঁধার নামে,দিন হারায় তার নিজস্বতা
শত সহস্র প্রভাত-আঁধারে কেটে যায়,পুরো সময়
আধেক তার রাত্রী-দিন গুণে,আধেক ডুবে মায়াময়!''
গত বছরের ২৫শে ডিসেম্বর লিখেছিলাম 'টুডে ব্লগে ৩৬৫দিন' ,আর আজ আরেক ডিসেম্বরে লিখছি 'টুডে ব্লগে ৭৩০ দিন'। এখনো অবশ্য আমার ৭৩০দিন পুরোপুরি হয়নি,তবে হতেও বেশি বাকী নেই!আর কে জানে,চলতে পথে এই কড়া গুণের সময় কোথায় কোন বাঁকে হারিয়ে যাবে,যে সাথে সেই ৭৩০দিনের গল্পও নিমিষেই ফুরিয়ে যাবে,তাই লিখে ফেললাম।
১বছর ১১মাস ৫দিনের চেনা টুডে ব্লগে,অনেক দিন পর আজ আসলাম!অনেক দিন মানে কতোদিন জানি না!হয়তো অল্প অনেকদিন অথবা অনেক অনেক দিন। ব্লগে এসে,নিজের পাতায় সময়সীমা দেখে মনে পড়লো,টুডে ব্লগ ২বছর পার করছে। আমার সময়সীমাও তাই দুই ছুঁই ছুঁই করছে!
দেখতে দেখতে ২টা বছর কেটে গেলো! অথচ মনে হচ্ছে,ব্লগের শুরুটা এই সেদিনে কথা! এসবি-সামু সহ অনলাইনের ব্লগ পাড়া তখন যথেষ্ট জমজমাট,এরই মাঝে হঠাত করেই পথ চলা শুরু হলো,এই নতুন ব্লগটার। আমরা অল্প ক'জন ব্লগার তখন আরো ক'টা ব্লগের মতোই,এটাকেও 'ঢুঁ' মারার স্থান মনে করতাম,মাঝে-সাঝে আসতাম,লেখা দিয়ে আবার দৌড় দিতাম! কিন্তু কে জানতো আর ক'দিন পর এই ব্লগটাই হবে অজস্র মানুষদের লেখার প্রাণকেন্দ্র,ছোট্ট চারা গাছটাই হয়ে উঠবে সুনিবিড় ছায়া সম্বৃদ্ধ বটগাছের মতো। সময় এমনই ভাবেই বদলে গেলো,যে সেই ছোট্ট,নতুন ব্লগটাই যেনো হয়ে গেলো ক্ষুদ্র জানালা দিয়ে বিশাল আকাশ দেখার ন্যায় আনন্দ,প্রশান্তি আর প্রত্যাশার নতুন দিগন্ত।
সেই সময় গুলোর কথা চিন্তা করলে আপনাতেই 'আলহামদুলিল্লাহ' বলতে ইচ্ছে করে! কতো রকমের বাঁধা,সমস্যা এসে দাঁড়িয়েছে একের পর এক,কিন্তু তারপরেও টিকে থাকার সংগ্রামে সফল আজকের 'টুডে ব্লগ' আর তাই,সফলতার মাপকাঠিতে ব্লগ অবশ্যই সফল,আলহামদুলিল্লাহ।
কতো কতো কত্ত সময় চলে গেছে এর মাঝে! নতুন থেকে বাড়ি পুরনো হবার সাথে সাথে দূরত্ব বেড়েছে,মান-অভিমান,ক্ষোভ-রাগ কতো কিছু জন্মেছে! প্রত্যাশা-প্রাপ্তির ঝুলিও ভারি হতে হতে বোঝা হয়ে গেছে!
কিন্তু সব কিছুর পরেও সূতো ঠিকই বাঁধা আছে! আজো তাই ব্লগ নিয়ে কথা উঠলে টুডে কে নিয়ে কিছু না বললেই যেনো নয়! সব কিছুর মাঝেও অজান্তেই টুডের অবস্থান খুঁজে ফিরে আসে! মাঝে মাঝে অন্যান্য সোশাল সাইটে নতুন ব্লগারদের ব্লগে নিয়মিত হবার উচ্ছ্বাস দেখে,ব্লগ কে নিয়ে তাদের নানা রকম অনুভূতি দেখে আপন মনে হাসি ফুঁটে উঠে! আনন্দ আর গর্বের হাসি,টুডের একজন পুরনো ব্লগার হতে পারার গর্ব,টুডে কে নিয়ে কারো উচ্ছ্বাস দেখতে পারার আনন্দ,নিজেদের আঙ্গিনায় অজস্র নতুন সম্ভাবনাময় মুখ এর আনাগোনা দেখতে পারার সুখ! সব মিলিয়ে বছর দুই পেরিয়ে সব কিছুর পরেও অনুভূতি গুলো আনন্দময়,তিক্ত সুখের স্বাদের ন্যায়!
ব্লগ হচ্ছে একটা কমিউনিটি। এবং একটা কমিউনিটি অনেক রকমের মানুষদেরকে নিয়েই তৈরী হয়। এখানে অনেক ভালো,কিছুটা ভালো,অনেক খারাপ,কিছুটা খারাপ,আবার ভালো খারাপ দুটোই, এই সব ধরনের মানুষই থাকবে এটাই স্বাভাবিক। তবে মানুষ যতো ধরনেরই হোক,মত প্রকাশের স্বাধীনতা সবারই এখানে সমান থাকবে। এটাই একটা ব্লগের মৌলিক বৈশিষ্ট্য। আর তাই,জীবনের চলার পথে ব্যস্ততার সাথে সাথে নিত্য নতুন নানা রকমের পট পরিবর্তনের বাঁকে দাঁড়িয়ে মাঝে মাঝে প্রায়ই জানতে ইচ্ছে হয়,হাঁটি হাঁটি পা থেকে আজ দৌড়ে যাবার মুহুর্ত গুলোতে এসে
'কেমন আছে প্রিয় ব্লগ?' 'কেমন আছে ব্লগের মানুষ গুলো?' 'এখনো কি তেমন ঝগড়া-বাগড়া পোষ্ট দেয়া হয়?' 'ঘুরে ফিরে বটের তলের মতো এখনো কি কমেন্ট যুদ্ধ চলে?' হুম..! হয়,সবই হয়,এবং হবে সব সময়।
থেমে থাকা নয়,বরং এগিয়ে যাওয়ার গল্প যেনো জুড়ে থাকে,ব্লগের প্রতিটা বাঁকে।
ভালো থাকুক ব্লগ,ভালো থাকুক প্রিয় মুখ গুলো। ৭৩০ দিন পর এসে,নিজের কাছে আবদার জাগলো, ১০৯৫দিনের গল্প যেনো আগামী বছর লেখার সৌভাগ্য হয়। কাউকে না কাউকে তো লিখতে হবে,এই নানা রঙ এর দিন যাপনের গল্প গুলো,তাই না?
সব শেষে ব্লগের জন্য অনেক অনেক দোয়ার সাথে রইলো ছোট্ট একটু প্রত্যাশা,
'লেখক সংখ্যা বাড়ুক,লেখার সংখ্যা বাড়ুক
অনেক অনেক লেখা ব্লগ জুড়ে থাকুক,
অজস্র বছর-মাস আর দিন পেরিয়ে
মুক্ত দানার সেই লেখা গুলোর আলো ছড়িয়ে পড়ুক।'
বিষয়: বিবিধ
১৮৪৩ বার পঠিত, ৪৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
'লেখক সংখ্যা বাড়ুক,লেখার সংখ্যা বাড়ুক
অনেক অনেক লেখা ব্লগ জুড়ে থাকুক,
অজস্র বছর-মাস আর দিন পেরিয়ে
মুক্ত দানার সেই লেখা গুলোর আলো ছড়িয়ে পড়ুক।'
নিজস্ব অনুভূতি প্রকাশের নান্দনিক এই পদ্ধতি নতুন করে ফিরিয়ে আনবে নতুন জন কে!
ভাল লাগল উপস্হাপনা! শুভ কামনা নিরন্তর!
সময়ের হিসাব কে দুরে ফেলে এগিয়ে যাক 'টুডে ব্লগ' এই-ই কামনা!!!
অনন্তকাল বেচে থাক আমাদের মাঝে'টুডে ব্লগ' অনেক ধন্যবাদ
তবে মডুমামাদের প্রতি একটি কথা- এরকম অনিয়মিত ব্লগারের পোস্ট স্টিকি করলে নিয়মিতরা নিরুৎসাহিত হবে।
আমিও অনিয়মিত। এরপরও আমি চাই নিয়মিত ব্লগারদের ভাল পোস্টগুলি স্টিকি করা হোক।
মাথার উপ্রে দিয়া গেছে।
এই দুয়া করি।
ভালো লাগলো অনেক ধন্যবাদ
তবুও আশার বীজ বুনি
আগে চিনিনি এখন চিনেছি বেশ করেই চিনেছি, লিখার নান্দনিকতা ইর্ষনীয়। মাঝ এবং শেষের দিকের লিখাগুলো মুগ্ধ করেছে আমায়।
স্টিকি পোস্টে অভিনন্দন। ভাল থাকুন সবসময় এই কামনা।
কথায় আছে নিজের ভালো বোবায়ও বুঝে!
আমরা কেন এ দেশটাকে এভাবে শেষ করে দিচ্ছি? আমাদের দেশটা খুবই ছোট সত্যি কিন্তু আমাদের অহংকার করার মতো যা যা আছে তার মধ্যে সুন্দরবন অন্যতম।
মন্তব্য করতে লগইন করুন