আমার আমি-৬
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ১৭ ডিসেম্বর, ২০১৪, ১১:৩৮:০৯ রাত
খসখসে কোন রকম কালির আঁচড় বিহীন সময়ে মানুষ যা করে
তা অনেকটা নিজেকে খুঁজে পাওয়ার মতো
অনেকটা নিজের মাঝেই নিজেকে এলোমেলো করে দেয়ার মতো!
@
বুকের ভেতরের সাথে মাথার কানেকশন করানো
খুব কঠিন কাজ
মানুষকে যখন তা করতে হয়
প্রায় তখনই সাদা কাগজের ন্যায় হয়ে যায় সময়!
@
হাতে কলম আছে,খসখসে কাগজটা আছে
শব্দেরা ছুটাছুটি করছে,অজস্র কথামালা কন্ঠে আটকে আছে
কেবল সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না চিন্তা-মননের!
@
দিনের পেছনে দিন চলে যায়,রাত্রীরে ফুরোয় ব্যস্ততা
এখানে যখন আঁধার নামে,দিন হারায় তার নিজস্বতা
শত সহস্র প্রভাত-আঁধারে কেটে যায়,পুরো সময়
আধেক তার রাত্রী-দিন গুণে,আধেক ডুবে মায়াময়!
@
সময় তুমি আটকে থাকো আবদ্ধ কোন ফ্রেমে
আমি বয়ে যাই নদীর মতো চির বিচ্ছিন্ন কিনারে
সাগরে মিলায় জলের মোহনা, মিল হয় না দু'কূলের
আমি রয়ে যায় দু'টি কূল হয়ে,জীবন সমুদ্রের!
বিষয়: সাহিত্য
১৪৮৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমি বয়ে যাই নদীর মতো চির বিচ্ছিন্ন কিনারে... অন্নেক সুন্দর!
মন্তব্য করতে লগইন করুন