২৯ মার্চ ঢাকার মহাসমাবেশে যোগ দিন : পীর সাহেব চরমোনাই সরাসরি দেখা যাবে সারা বিশ্ব থেকে www.charmonaivs.net
লিখেছেন লিখেছেন এম এম নুর হোসাইন মিয়াজী ২৮ মার্চ, ২০১৩, ০৩:০৭:৪৪ দুপুর
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারাম আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর ছাহেব চরমোনাই বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আজ ৪২ বছর; কিন্তু যে জন্য এদেশের মানুষ জীবন দিয়ে দেশ স্বাধীন করেছে তা পূরণ হয়নি। বারবার এদেশে যারা ক্ষমতায় এসেছে তারা নিজেদের আখের গোছানোর চেষ্টায় ব্যস্ত ছিল। এ দেশের গরিব মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে পারেনি। ৯০ ভাগ মুসলমানের দেশে বারবার ইসলামের গলায় ছুরি চালিয়েছে। আলেম-ওলামা, দাড়ি-টুপিওয়ালা মানুষের উপর জুলুম-নির্যাতন চালিয়েছে।
তিনি আরও বলেন, আওয়ামীলীগ, বিএনপি কেউই ইসলাম ও মুসলমানের বন্ধু নয়, মুখে ইসলামের কথা বললেও ভেতরে ভেতরে ইসলামকে ধ্বংস করার পাঁয়তারা করেছে। বর্তমান আওয়ামী সরকার নাস্তিক ব্লগারদের মাঠে নামিয়ে ইসলামকে ধ্বংস করার হীনপাঁয়তারা চালিয়ে যাচ্ছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, আপনি বামপন্থীদের পরামর্শে শাহাবাগসহ সারাদেশে যেসব নাস্তিকদেরকে দুধ-কলা দিয়ে লালন-পালন করছেন ওরা আপনার উপকার করতে পারবে না। বরং ওরা হলো কালসাপ, শেষেপর্যন্ত আপনাকে দংশন করবে। আপনি মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেবেন না। গতকাল ২৭ মার্চ বুধবার বিকালে রাজাপুর অডিটরিয়ামে ইসলামী আন্দোলন বাংলাদেশে রাজাপুর উপজেলা কর্তৃক আয়োজিত ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা বিডিআর (অব.) আলহাজ আ. মোতালেবের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
পীরসাহেব চরমোনাই হুশিয়ারি উচ্ছারন করে বলেন- সিংহের সাথে লড়াই করার চেষ্টা করবেন না। মুসলমান যদি সিংগের মত গর্জে ওঠে আপনি পালাবার স্থান পাবেন না। যারা আল্লাহ, রাসূল (সা.) সম্পর্কে কটূক্তি করেছে তাদের শাস্তির জন্য সংসদে আইন পাস করুন। অনতিবিলম্বে এদের বিচারের ব্যবস্থা করুন। তা না হলে এদেশের তাওহিদী জনতাকে সাথে নিয়ে কঠিন আন্দোলনে নামাতে বাধ্য হব। প্রয়োজনে হরতাল, অবরোধসহ কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব।
তিনি আগামী ২৯ মার্চ রোজ শনিবার ঢাকার মহাসমাবেশকে সফল করার জন্য দেশবাসীকে উদাত্ত আহ্বান জানান ।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রেসিডিয়ামের অন্যতম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী, ঝালকাঠি জেলা সভাপতি ডা. সিরাজুল ইসলাম সিরাজি, মাও. আ. রাজ্জাক জিহাদি, আলহাজ মাও. আ. মোক্তার হোসাইন, মাও. জয়নাল আবেদীন ছাবেরী, মাও. ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ, মাও. হেদায়েতুল্লাহ ফয়েজী, মো. তাওহিদুল ইসলাম তালুকদার, মাও. রফিকুল ইসলাম আকন, ছাত্রনেতা আব্দুল্লাহ মো. আল আমিন, মো. আব্দুল মন্নান তৌহিদ প্রমুখ নেতারা। পরে পীর ছাহেব চরমোনাই বাদ মাগরিব রাজাপুর পাইলট হাইস্কুল ময়দানে বিশাল এক ওয়াজ মাহফিলে বয়ান পেশ করেন।
বিষয়: বিবিধ
১৪৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন