লুট-পাটের ফলাফল কি হবে তা ভেবে লুট-পাট করা উচিত না???!

লিখেছেন লিখেছেন শুকনোপাতা ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:১৮:৪০ রাত

শেখ মুজিব যদি আজ বেঁচে থাকতেন তাহলে কি বলতেন?!!তিনি তো স্বাধীন দেশ পেয়েই বলেছিলেন,'সবাই পায় সোনার খনি আর আমি পেয়েছি চোরের খনি!"তো আজ তিনি এই সোনার বাংলা দেখে কি বলতেন?!আমার তো মনে হয় উনি বেঁচে থাকলে আজ শুধু উনার কম্বলই না,সেই সাথে তার ঘড়ি,চশমা এমনকি মুজিবকোট ও তার বাংলার সোনার মানুষরা চুরি করে নিয়ে যেতো!! তার মেয়ে,তার শেখ বংশের লোকেরা হাজার কোটি টাকা খেয়ে এখন আবার IDB (ইসলামী উন্নয়ন ব্যাংক) এর কাছে হাত পেতেছে পদ্মা সেতুর ঋনের জন্য,আর তাদের দলের চামচারা প্রতিবাদের নামে ইসলামী ব্যাংকের বুথ,ব্রাঞ্চ গুলোতে হামলা করছে,টাকা লুটপাটের জন্য...!সব ব্যাংক থেকে খাওয়া হইছে,খালি এই ব্যাংক খাওয়া হয় নাই,তাই এখন এই বাহানায় যদি কিছু খাওয়া যায়...!!!নেতা-নেত্রীরা তো উন্নয়নের নামে ব্যাংক থেকে টাকা নিচ্ছে,সেই সুযোগে আমরাও নেই,ইস্যু তো আছেই! অথচ বেশিদিন ও হয়নি,বিশ্বকাপ এর আয়োজনের সময় ও ইসলামী ব্যাংক এর টাকা নিয়ে ব্যাপক সাজ-গোজ করা হইছে শহরে,বিডিয়ার পরিবারের জন্য ব্যাংকের পক্ষ থেকে অনুদান শেখ হাসিনা নিজের হাতে দিয়েছেন,সিডর সহ বিভিন্ন দুর্যোগের সময় ও ইসলামী বাংক এর অনুদান নিতে কোন দ্বিধাবোধ কাজ করেনি,মহা আনন্দে নেয়া হইছে! তো এখন? আসলে দেশে যখন ইস্যু একটা উঠেছে,তো সুযোগে সুব্যাবহার করতে দোষ কি?চোরের কাজই তো সুযোগে চুরি করা!কিন্তু হালাল পয়সা চুরি করে খাওয়া কি এতো সোজা?!ইসলামী ব্যাংক সূদ মুক্ত ব্যাংক,দুর্নীতি মুক্ত ব্যাংক,বাংলাদেশের সেরা ব্যাংক,এখানকার কর্মকর্তারা ঘুমাইয়া দিন কাটায় না,ঘুষ খেয়ে পেট ভরে না,মাথার ঘাম পায়ে ফেলে হালাল ভাবে টাকা ইনকাম করে,এতো সহজ এদের টাকা লুটপাট করা?যদি এই টাকা কেউ লুটপাট করেও খায়,সে শান্তি মতো বাঁচতেও পারবে না,মরেও শান্তি পাবে না,আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় ইনসাফকারী,এবং ফলাফল দানকারী,আল্লাহ কাউকেই ছাড়বেন না,সেটা আজ হোক আর কাল...জবাবদিহী করতেই হবে,শাস্তি পেতেই হবে...মজলুমের দোয়া কখনোই বিফলে যায় না,যাবেও না... কয়দিন বাঁচে একটা মানুষ?জন্মেছে যখন মরতে তো হবেই,কোন সন্দেহ নেই তাতে... কবরে যেয়ে তো আর দেশ-প্রেমের ঢাল দিয়ে রেহাই পাওয়া যাবে না, 'ধর্ম মানি না' শ্লোগান দিয়ে,ইসলামী প্রতিষ্ঠান বন্ধের দাবী দিয়ে তো আর পাড় পেয়ে যাওয়া যাবে না! কৃত অপকর্মের শাস্তি পেতেই হবে... সুতরাং, লুটপাটের এই উৎসবে যারা সায় দিচ্ছেন,এবং করছেন ফলাফল কি হবে তা ভেবেই লুটপাট করা উচিত,ফলাফলের ভয়াবহতা একট কল্পনা করে সায় দেয়া উচিত,না হলে পড়ে 'আল্লাহ মাফ চা্‌ই,ভুল করেছিলাম' বলে কেঁদে বুক ভাসিয়ে কি লাভ হবে?!! আল্লাহ তো এখনো দেখছেন,তখনো দেখবেন।

বিষয়: বিবিধ

১২৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File