কতিপয় হুলিয়াধারি নাস্তিক ব্লগারের পক্ষ নিয়ে মুসুল্লীদের শহীদ করে বিশ্ব মুসলিমের ঈমান-আক্বীদার বিপক্ষে অবস্থান কেন?
লিখেছেন লিখেছেন মুক্তমন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৭:১৪ রাত
আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, আমাদের মহান মুক্তিযুদ্ধের জয়বাংলা শ্লোগান দিয়ে তরুণদের জমায়েত করে , আজ ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ সহ নানান কথা বলে দেশবাসীকে যে সর্বনাশা মহাসংকটের মুখোমুখিএনে দাঁড় করালো! কী কুট ষড়যন্ত্রই না চলছে আজ !অবশ্য
ইতিহাস কোনদিনও কোন ষড়যন্ত্রীদের ক্ষমা করবে না।আজকে দেশের শুধু নহে বিশ্ব মুসলিম জনতার কলিজায় যারা আঘাত করলো কোন অজানা কারণে সরকার সেই কতিপয় নাস্তিক ব্লগারের পক্ষ নিল?তানা করে যারা অভিযুক্ত ব্লগার!যাদের নামে আদালতের হুলিয়া তাদের ব্যাপারে পদক্ষেপ না নিয়ে মুসলিম বিশ্বের সকল মুসলিম জনতার এমনকি মুসলমান হিসেবে নিজের বিশ্বাসের বিপক্ষে অবস্থান নিলেন?
গতকাল আপনাদের নির্দেশে মুসুল্লীদের উপর যে পুলিশ ভাইয়েরা গুলি চালাতে বাধ্য হলো আজও চালালো!এতে যে মুসুল্লী ভাইয়েরা শাহাদাত বরণ করলেন আদালতে আখেরাতে যখন তারা আপনাদের বিরুদ্ধে প্রমান হয়ে দাড়াবেন রক্তাক্ত দেহ নিয়ে-কি জবাব দেবেন সেদিন?আর আজকে বিশ্বমুসলিম জনতার কাছে?আর ভোটের সময় দেশবাসী মুসলিম জনতার কাছেই বা কি জবাব দেবেন- ভেবেছেন কি?দয়া করে ভাইয়ে ভাইয়ে দুশমনি,লাশের মিছিল বন্ধ করুন।।।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন