আমার আমি-৫
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০২ আগস্ট, ২০১৩, ০৯:৪২:৪৬ রাত
জল ছুঁই ছুঁই আবেগ ভরে
কতো কথা যেনো শুধু ঝরে পরে!
রাগে-ক্ষোভ সব নাকের ডগায়
কথা সব তাই ওপাশেই হারায়!
@
এতো শত অভিমান কোথায় যে বাসা বাঁধে
চোখ জুড়ে জল কোথায় যে জমে
কে জানে!কোন কোণ জুড়ে জায়গা বুনে!
মনের রাজ্য মন নিজেই না চিনে!
@
কতো ভাবে কতো করে নিজেকে সাজানো হয়
কখনো মায়াবী,কখনো অভিমানী
কখনো বা আনন্দময়ী,উচ্ছ্বল
জীবন যখন বাস্তবতায় বাঁধা
তখন হয় সবই শুধু দুঃস্বপ্নে গাঁথা!
@
কতো রূপ,কতো রঙে আঁকা ক্যানভাস
যেনো পটে আঁকা ছবি হয়েও
নেই তাতে রঙের আভাস!
তবু সুখ টুকু করে ভাগ
ভাবে,জীবনটা এভাবেই চলে যাক!
বিষয়: সাহিত্য
১৪১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন