শুধু থেমেছিলো 'কলম'!
লিখেছেন লিখেছেন শুকনোপাতা ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪১:৩৯ রাত
তপ্ত নিঃশ্বাস অথবা করুন আক্ষেপ
কিছুটা দুঃখবোধ,হতাশার গ্লানি,
নাহ...
থেমে থাকেনি কোন কিছুই
থামিয়ে দিতে পারেনি কোন কিছুই
শুধু থেমেছিলো 'কলম'!
প্রাপ্তির উল্লাস,খানিকটা স্তিমিত
কখনো চায়ের কাপে তৃপ্তির ছোঁয়া,
কিছুটা অর্জন,কিছুটা পাওয়া
হুম,ছিলো তা বটেই,তবে
থেমেছিলো না অনেক অথবা কিছুটা সময়
শুধু থেমেছিল 'কলম'!
খানিকটা সময় পাখি হতে চেয়েছিলাম!
উড়ে বেড়াতে চেয়েছিলাম
তবে ডানা মেলে নয়, এখানে সেখানে নয়!
শুধু মাটি থেকে অনেক উঁচুতে,
আকাশ ছুঁতে নয়,শুধু নানা রঙ এর মেঘ দেখতে
একটু নিঃশ্বাস নিতে বুক ভরে
কিন্তু এখানে ও সময় থেমে ছিলো না,
শুধু থেমেছিলো 'কলম'!
সূচনায় অথবা সমাপনে,অথবা মধ্যখানে
খানিকটা ভুলো মনে,খানিকটা অনুরোধে
কখনো ইচ্ছায়,কখনো অনিচ্ছায়,
আমি থেমেছিলাম,
কিছু একটা খুঁজছিলাম,অথবা কিছু মুছে দিয়ে ছিলাম
ভেবেছিলাম,এক রোখা পথে চলছি!
নাহ...
জীবনটা এক রেখায় চলে কোথায়?!
না চলে সরলে না চলে আড়ালে
বৃত্তাকারে ঘুরে ফিরে আসে কখনো পৃথিবী হয়ে
তো কখনো সূর্য হয়ে!
আমার 'কলম' খানা পরেছিল কলমদানীতেই
আমার 'কলম' খানা থেমেছিল আমার হাতেই
আমার 'কলম' খানা হেসেছিল আমার সাথেই
কখনো রঙ্গিন কাগজ জুড়ে তো কখনো রঙ্গিন খাম,
কখনো নীল জলছাপের স্মৃতিপাতা জুড়ে
তো কখনো গোলাপী খামে অভিমান ভরে!
আমার 'কলম' জেগে রয় আমার সাথেই
কখনো রাত অবধী তো কখনো ভোরের আভায়
কখনো শেষ বিকেলের হাসিতে তো কখনো নীরব সন্ধ্যায়
আমার 'কলম' আজো আছে আমার সাথে,
আমার কষ্টের সঙ্গী হয়ে,আমার সুখের ভাগ নিয়ে
দেনা-পাওনা চুকিয়ে,এক চিলতে হাসি হয়ে...
সময় থামেনি,থামেনি স্মৃতির বহর
থেমে থাকেনি বেঁচে থাকা,অথবা অতীষ্ট প্রহর,
শুধু থেমেছিল আমার 'কলম'...
হয়ে আমার আমি,আমার সুখ-দুঃখের অনুভূতি
আমার না বলা কথার পিয়ন,আমার হারানো
স্মৃতির ভূবন,অথবা একলা পথের সাথী হয়ে,
দুঃস্বপ্নের দিন পেড়িয়ে যতোই ছুটি স্বপ্ন দেখবো বলে
আমার 'কলম' আমার সাথেই থাকে নীরব বন্ধু হয়ে!
[উৎসর্গঃআমার 'কলম' বন্ধুদেরকে যাদের কাছ থেকে অনেক ভালোবাসা আর উৎসাহ পেয়েছি,নতুন করে বাঁচতে শিখেছি,আরেকবার হাসতে শিখেছি... ]
বিষয়: সাহিত্য
৯৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন