Good Luckঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙ্গে আর বাঙালি হরতাল/মহাসমাবেশ করে! (রম্য)

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৩৪:২২ রাত



জাহান্নামের ৪২০নম্বর রুমে মীর জাফর এবং লর্ড ক্লাইভের পাশাপাশি সিট পড়েছে। আর পাশের রুমে পড়েছে আলেয়ার সিট।

মীর জাফর এবং লর্ড ক্লাইভ পাশাপাশি বসে টিভি তে হিন্দি মুভি দেখছিল এমন সময় ফেরেস্তারা এসে ডিসের লাইন কেটে দিয়ে গেল। ফেরেশতাদের কিছু বললে তো চড়থাপ্পড় খেতে হবে তাই তারা দাঁতেদাঁত চিপে ঠায় বসে রইল। Frustrated

সামনে দিয়ে হেটে যাচ্ছিল আলেয়া। MOney Eyes

তারা আলেয়াকে ডেকে বলে উঠল ,''আলেয়া যারা নাচকে দিখা। নেহি তো কাট ডালুঙ্গি X-(''

আলেয়া বলল ,''নেহিইইইইইইইইইইইই।''

সিরাজ-উদ-দৌলা স্বর্গ থেকে একটা খুপরি দিয়ে আলেয়ার দিকে তাকিয়ে ছিল। সে বলে উঠল X-( ,

''জাহান্নামের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা !

কে দেবে আশা?

কে দেবে ভরশা?

আলেয়া আলেয়া

তুনে উন কুত্তোকে ছামনে কাভি মাত নাচ না।''

সিরাজের কথা শুনে ঘসেটি বেগম ঘোঁৎঘোঁৎ করে উঠল ,

''বেটা সিরাজের পরপারে গিয়েও বুদ্ধিসুদ্ধি কিছু খুলল না। *-Happy আরে গাধা জাহান্নামের আকাশে তো সব সময়ই দুর্যোগের ঘনঘটা! নতুন করে আর দেখা দিবে কি? বেটা ব্যাকুফ বাঙালি। Bring it On''

আলেয়া ঘসেটি বেগমের কথা শুনে বলল উঠল ,'' ঘসেটি আন্টি সিরাজকে কিছু বলবেন না। বাঙ্গালিরাই শুধু ব্যাকুফ না। ঐ ব্যাটা ইংরেজ ক্লাইভকে দেখুন। তাকে সকাল বিকাল ফেরেস্তারা পুঁজের নদীতে চুবোনি দেয়। তবুও তার খাসলত গেল না। আমাকে বলে কিনা যারা নাচকে দিখা।'' ;Winking

এমন সময় বেহেশত থেকে কিছু লোকের শোরগোল শোনা গেল। তারা বলে উঠল ,''এই ব্যাটা সিরাজের বোকামীর জন্য আমরা দুইশত বছর ইংরেজদের গোলামী করেছি। সব ওর দোষ!'' X-(

আরেক দল বলে উঠল ,''আরে সব দোষ তো বেটা মীর জাফরের। সবই তার ষড়যন্ত্র!'' Thinking

আরেক দল বলে উঠল ,'' মেইন দায়ী হল বেটা ইংরেজদের দল। ওরাই তো আসছিল ভিক্ষা করতে।'' >Happy

একটু পর শুরু হল তিন দলে মারামারি। তিন দিনের ধর্মঘট এবং ৫ দিনের হরতাল আর ২০ দিনের মহাসমাবেশ ঘোষণা করা হল জান্নাত-জাহান্নামের বেরিকেটে।

সব দেখে সিরাজ-উদ-দৌলার স্ত্রী বলে উঠল ,'' হায় রে বাঙালি! ঢেঁকি স্বর্গে গেলে ধান ভাঙে , আর বাঙালি যেখানেই যাক মহাসমাবেশ/হরতাল করে।''

বিষয়: বিবিধ

১৩৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File