Good Luck ছায়া সুনিবিড় পল্লীতে এক দিন

লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৭ অক্টোবর, ২০১৪, ০৯:৫৫:২৫ রাত

টই টই করে ঘুরে বেড়াতে না পারলে আমার কাছে ঈদ কে ঈদ মনে হয় না। আজকে আলহামদুলিল্লাহ্‌ সে সুযোগ পেয়ে গেলাম। সুযোগ পেয়ে দুই বান্ধবী মিলে গাজীপুর এরিয়া রিকশায় করে চোষে বেড়ালাম। গতকাল গিয়েছিলাম কাশবনে। শরতের সময়ে কাশবনে না গেলে শরতের আসল সৌন্দর্যটাই মিস। তাই কাশবনে গিয়ে শরতের কিছু সৌন্দর্য করে ছিলাম ক্যামেরার ফ্রেমে বন্দী।



আজকে সকাল থেকেই ভাবছিলাম কোথায় যাওয়া যায়। ফ্যান্টাসি কিংডম আর নন্দন পার্কার মত পার্কগুলো যেতে যেতে পুরনো হয়ে গেছে। তাই আর যেতে ইচ্ছে করল না। দুই বান্ধবী মিলে যাত্রা শুরু করলাম গাজীপুরের গ্রামগুলোর দিকে। গাজীপুর এসে মনে হল এত দূর যখন এসেছি ঘুরে যাই নুহাশ পল্লী। এটা একটু ভিতরের দিকে হওয়ায় আমার আগে যাওয়া হয়নি। হোতা পাড়া পার করে দু বান্ধবী এসে পৌছালাম নুহাশ পল্লীর গেটে। ভালোই সৌখিন মানুষ হুমায়ুন আহমেদ। বেশ সুন্দর করে সাজিয়েছেন তার এই কৃত্রিম পল্লীটি। শহর থেকে দূরে প্রশান্তির নিশ্বাস নিতে চাইলে জায়গাটা খারাপ না।

গেট থেকে ঢুকেই বিশাল মা ছেলের মূর্তি। ছেলে মায়ের হাত ধরে দাঁড়িয়ে আছে।





কিছু দূরে মানুষের খুলির মূর্তি। এটা থেকে বেশ মজা পেলাম।



আরো কিছু দূরে ওনার বানানো গাছের উপর ঘর। এর উপর অনেক নাটকের সুটিং করেছেন তিনি। নুহাশ পল্লীতে আসা ভিজিটরদের মাঝে দেখলাম গাছের উপর বানানো ঘরটিকে ঘিরে অন্য রকম আগ্রহ। নারী পুরুষ সবাই একবার হলেও ঘরটি ঢুকে দেখছেন। আমি আর উচু সিঁড়ি দেখে ভয়ে ঢুকলাম না।



তারপর হুমায়ুন আহমেদের টিনের চালের'' বৃষ্টি বিলাশ'' বাড়িটি। এখানে টিনের চালের উপর বৃষ্টির শব্দ শুনতে চলে আসতেন লেখক।



নানা রকম মূর্তি পাশা পাশি এখানে অনেক রকম গাছও দেখলাম। বেছে বেছে বোধয় লেখক অনেক প্রজাতির গাছ এনে লাগিয়ে ছিলেন। ছায়া সুনিবিড় ছোট্ট গ্রাম যেন।





কিছু দূরে ছোট মাটির ঘর। ''একটা ছিল সোনার কন্যা মেঘ বরণ'' গান টি মনে পড়ে যায় ঘরটিকে দেখলে।



বিনোদনের জন্য ছোট পার্কও বানিয়েছেন এই পল্লীর ভিতরে। ক্লান্ত ভিজিটিরদের হাসি আনন্দে মেতে উঠতে দেখা যায় এখানে।





আমার কাছে সব থেকে ভালো লেগেছে ঘাট বাঁধানো দীঘিটি। এর নাম তিনি রেখেছেন ''লীলাবতি দীঘি''। হুমায়ুন আহমেদের কন্যা লীলাবতির নাম অনুযায়ী বোধয় রেখেছিলেন দীঘিটির নাম। যেই কন্যা পৃথিবীতে আসার আগেই পৃথিবী ছেড়ে গেছে।



দীঘিটির মাধ্যমে বোধয় তাকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন লেখক।

দীঘিটির পাশে নড়বড়ে বাঁশের সাঁকো। মনে হয় সত্যি সত্যি যেন গ্রামে চলে এসেছি।



পল্লীটির এক পাশে লেখকের কবর। সবুজ পল্লীর মনোরম পরিবেশে নীরবে ঘুমিয়ে আছেন তিনি!



অনেক হাসি আনন্দের দিনটা যেন খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো! অবশেষে ক্লান্ত দুজন বাড়ি ফিরে আসলাম।

বিষয়: বিবিধ

২৭০৫ বার পঠিত, ২৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

272207
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:০৭
ফেরারী মন লিখেছেন : মাশআল্লাহ সুন্দর বর্ণনা। আমি অবশ্য বাইরে কোথাও বাহির হইনি। দোলনার উপ্রের মায়াডা কেডা আপনি নাকি। Rose
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:০৯
216370
ইক্লিপ্স লিখেছেন : ধন্যবাদ। জ্বী না। ভিজিটরদের ছবি। আমি নিজ হাতে তুলেছি।
272208
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:১৫
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
216381
ইক্লিপ্স লিখেছেন : শুভেচ্ছা জানবেন।
272211
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:২৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : জ়ী, ভালই উপভোগ করলেন। তবে নুহাশ পল্লীতে ভাল লাগার কিছুই পেলাম না, যদিও আপনার ভাল লেগেছে। ভাল লাগাটা ব্যাপারটা সবার একি রকম হয়না।

গতবছর ডীপার্টমেন্টের সঙ্গঠন মনা কিছু ভাই মিলে গাজী পুরের উদ্দেশ্যে যাত্রা করি, সবার প্রথম পছন্দ ছিল নুহাশ পল্লী। তাই সেখানেই প্রথম নামি, টিকেটের দাম শোনে (২০০টাকা) ভাবলাম আহামরি সুন্দর কিছু হবে! সময় দিল মাত্র আধা ঘন্টা! কি আর করা! প্রবেশ করলাম। এদিক সেদিক ঘুরাঘুরি করে ফটো সেশন করে বের হওয়ার সময় সবার মুখে অতৃপ্তি লক্ষ করি। কারণ আর কিছু নয়, প্রত্যাশার চাইতে প্রাপ্তি খুব সামান্যই। হুমায়ূন আহমেদ একটি জনপ্রিয় নাম, উনার নাম বিক্রি করে নুহাশ পল্লী মানুষের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু( সেখানে যাবার আগ পর্যন্ত)।

তারপর সাফারী পার্ক, ভাওয়াল জাতী উদ্যানে ইচ্ছেমত ঘুরে মনে অতৃপ্তি তৃপ্ততায় রুপ দিলাম ।
ধন্যোবাদ, আপনার উপস্থাপনা, ছবিসহ অনেক সুন্দর হয়েছে। ভাল থাকবেন।
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৯
216383
ইক্লিপ্স লিখেছেন : হাহাহা শুভেচ্ছা জানবেন,

ঢাকায় ওমন ভালো লাগার মত আর কি আছে বলুন? একটা সমুদ্রও নাই। যেই সব পার্ক আছে ওগুলোতে যেতে যেতে বিরক্ত। তাই নুহাশ পল্লী আমার কাছে খারাপ লাগে নি। আর ভাওয়াল উদ্যান বোরিং।
সব থেকে বড় কথা হল আমার এই বান্ধবীটার সাথে আমি সময় কাটাতে পছন্দ করি। তাই ভালো লাগারও কমতি ছিল না। ধন্যবাদ।
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৫১
216393
গাজী সালাউদ্দিন লিখেছেন : জী, আপনার বান্ধবী ছিল বলেই বেশি ভাল লেগেছে। ভাল লাগার কারণ প্রিয় বান্ধবী, নুহাশ পল্লী নয়।

জী ঢাকা নেই তাতে কি। আমাদের কুমিল্লায় চলুন, ভাল না লেগে পারবেনা। পাখিদের অভয়ারন্য বার্ডে হয়ত গিয়ে থাকবেন। তাছাড়া আরো নানান রকম মজার জায়গা, খুব বেশ দূরে নয়, ঘুরে আসুন না।

আপ্নাকেও ধন্যোবাদ। তবে কুমিল্লায় যাবেন কিন্তু!
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৫৮
216395
ইক্লিপ্স লিখেছেন : ইনশাআল্লাহ চেষ্টা করব। তবে ঢাকার বাহিরে নেক্সট নীলগিরি যাওয়ার ইচ্ছে আছে। দেখি যাওয়া হয় কিনা।
272212
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৩০
মামুন লিখেছেন : ধন্যবাদ।
খুব সুন্দর করে বর্ণনা দিয়েছেন।
নুহাশ পল্লী আমার খুব পছন্দের একটি যায়গা। আমি বাই রোদে যাই না অবশ্য। তুরাগ নদীতে ট্রলারে করে সবসময় যাই। আমার কর্মস্থল গাজীপুরের কোনাবাড়ি। অফিস সংলগ্ন নদীর ঘাটেই থাকে পিকনিকে ভাড়া খাটার সিদৃশ্য ট্রলারগুলো।
আর শাল এবং গজারি বনের ভিতর দিয়ে পায়ে চলা মাটির রাস্তাটি কিভাবে যে মনকে আন্দোলিত করে, সেটি লিখে বোঝানো যায় না। যে বাশের সাঁকোটির ছবি দিয়েছেন ভুতবিলাস এর পিছনের পুকুরসংলগ্ন, সেই পুকুরের মাঝের কৃত্তিম দ্বীপটিতে 'স্যার' অনেক সময় কাটাতেন লিখালিখির সময়ে। আসলেই মনের মাধুরী দিয়ে সাজিয়েছেন এই নুহাশ পল্লীকে।
আজ সবই রয়েছে, কিন্তু সেই মানুষটি নেই। এই বাস্তবতায় মন কেমন যেন করে উঠে। আমাকেও সব ছেড়ে চলে যেতে হবে একদিন।
খুব ভালো লাগলো আপনার পোষ্টটি।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
০৭ অক্টোবর ২০১৪ রাত ১০:৫০
216391
ইক্লিপ্স লিখেছেন : শুভেচ্ছা মামুন ভাইয়া,

আমি এই জায়গাটিতে আগে যাইনি। তাই আমার অনেক ভালো লেগেছে। লেখকের সমাধী দেখে ব্যথাতুর হয়েছিলাম। সব আছে শুধু লেখকদের নেই। আর একদিন ''নেই'' হয়ে যাওয়া আমাদের সবার নিয়তি!
272229
০৭ অক্টোবর ২০১৪ রাত ১১:৪২
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ছবি ও বর্ননা দুটাই ভাল লাগল। ঠিক যেরকম চট্টগ্রামের বর্ননা দিয়েছিলেন। তবে সেখানে কিন্তু ছবি ছিলনা। দেখার ইচ্ছা ছিল কিন্তু একসময় নিয়মিত গাজিপুর গেলেও সুযোগ হয়নি।
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৩
216540
ইক্লিপ্স লিখেছেন : আমার বেড়ানোর সময় কম হয়। তাই এখন সুযোগ পেয়েছি ঘোরার উপর আছি। আপনিও সুযোগকে কাজে লাগাবেন। ভালো লাগবে।
272231
০৮ অক্টোবর ২০১৪ রাত ১২:০৪
শেখের পোলা লিখেছেন : পড়লাম, আপনার ঈদ ভ্রমন ভাল লাগল৷ ধন্যবাদ৷
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৪
216541
ইক্লিপ্স লিখেছেন : শুভেচ্ছা জানবেন।
272235
০৮ অক্টোবর ২০১৪ রাত ১২:৫৯
তারাচাঁদ লিখেছেন : চমৎকার হয়েছে আপনার সচিত্র লেখাটি । ঈদে মনের খোরাক ভালই হয়েছে তাহলে !
ময়মনসিংহে মহিলা টিচার্স ট্রেনিং কলেজ এবং পুরুষ টিচার্স ট্রেনিং কলেজে গিয়েছেন ? সুন্দর পুকুর, শান বাঁধানো ঘাট, জমিদার বাড়ি......
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৬
216542
ইক্লিপ্স লিখেছেন : ধন্যবাদ তারাচাদ ভাইয়া,

ময়মনসিংহের অনেক জায়গায়ই গিয়েছি তবে খুব একটা ভালো লাগেনি। আমার বোধয় ঐ জায়গাটা পছন্দ না। তাই ওখানের কিছুই ভালো লাগে না।
272237
০৮ অক্টোবর ২০১৪ রাত ০১:৪৬
সাদিয়া মুকিম লিখেছেন : তোমার সাথে আমরাও ঘুরে এলাম নুহাশ পল্লী! চমৎকার প্রানবন্ত বর্ননায় গ্রামীন সৌন্দর্য উপভোগ করলাম! Love Struck Music Bee Thumbs Up Day Dreaming

আল্লাহ হুমায়ুন আহমেদকে ক্ষমা করুন, কবরের আযাব থেকে ও জাহান্নাম থেকে রক্ষা করুন! উনার পরিবার পরিজনদের হিদায়াতের আলো দিন! আমীন! Praying

অনেক অনেক শুকরিয়া আপুনি! Happy Love Struck Good Luck Praying
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৮
216544
ইক্লিপ্স লিখেছেন : ঈদের শুভেচ্ছা আপু। আপনাকে ঘোরাতে পেরে আমারও ভালো লেগেছে।

আল্লাহ পাক হুমায়ুন আহমেদের গুনাহগুলো ক্ষমা করে তাকে জান্নাত নসীব করুন এই দোয়া।
272257
০৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৩০
দ্য স্লেভ লিখেছেন : নুহাশ পল্লি দেখা হয়ে গেল Happy
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৯
216545
ইক্লিপ্স লিখেছেন : হাহাহা হুম ঠিক তাই।

ঈদের শুভেচ্ছা।
১০
272262
০৮ অক্টোবর ২০১৪ সকাল ১০:৫৩
জোনাকি লিখেছেন : ভাল্লাগ্লো। ধন্যবাদ।
০৮ অক্টোবর ২০১৪ রাত ১০:৩৯
216546
ইক্লিপ্স লিখেছেন : থিংকু ,

ঈদের শুভেচ্ছা
১১
272386
০৯ অক্টোবর ২০১৪ রাত ১২:০০
পবিত্র লিখেছেন : খুব ভালো লাগলো।
ঈদ মোবারক প্রিয় আপুনি!

০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২১
216616
ইক্লিপ্স লিখেছেন : অনেক ধন্যবাদ। ঈদের শুভেচ্ছা প্রিয় পবিত্র।
১২
272460
০৯ অক্টোবর ২০১৪ সকাল ১০:২৩
ওরিয়ন ১ লিখেছেন : গতবার যখন দেশে গিয়েছিলাম, তখন পরিবারের সবাই মিলে বেড়াতে গিয়েছিলাম নুহাশ পল্লীতে। ছবিগুলো দেখে পুরানো স্মৃতি মনে দোলা দিয়ে গেল।
আর হ্যাঁ, সালনা বাজার পেরিয়ে কিন্তু যেতে হয় হোতাপাড়া। সালনা বাজারের পাশ্বেই আমার বৌ এর বাড়ী। Happy
০৯ অক্টোবর ২০১৪ দুপুর ০১:২৩
216617
ইক্লিপ্স লিখেছেন : আগে বলবেন না? Surprised Surprised Surprised তাহলে আপনার শ্বশুরবাড়ি বেড়িয়ে যেতাম।
১৩
272579
০৯ অক্টোবর ২০১৪ বিকাল ০৫:৪৩
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

উপভোগ করলাম..

আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
১০ অক্টোবর ২০১৪ রাত ০৯:৫২
217063
ইক্লিপ্স লিখেছেন : ওলাইকুম আসসালাম,

পাঠের জন্য অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File