ব্লগের মন্তব্য এবং জবাব বিষয়ক পোষ্ট।
লিখেছেন লিখেছেন ইক্লিপ্স ০৯ মার্চ, ২০১৪, ০৯:২৪:২৭ রাত
অনেক স্বল্প সময়ের ব্যবধানে টু ডে ব্লগ এখন দেশের সব চেয়ে জনপ্রিয় একটি ব্লগ। সুস্থ পরিবেশে লেখার সুযোগ সৃষ্টি করে দিয়ে এটি লেখক লেখিকা তৈরীতে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছে। এখানে প্রতিদিন অনেক অনেক পোষ্ট আসে আর সাথে থাকে এক ঝাঁক মন্তব্য। বলা যায় একেবারে পরিপূর্ণ একটা ব্লগ। পোষ্টগুলোও বেশ গোছানো, মার্জিত। মন্তব্যগুলোও গঠনমূলক। তবে আমার মনে হয় মন্তব্য এবং জবাবগুলো আরেকটু নিয়মানুযায়ী হলে লেখক লেখিকারা আরো বেশি উৎসাহ পেতেন। এ বিষয়ে আমি আমার কিছু অভিমত তুলে ধরছি-
১-যদি আপনার পোষ্টে ভালো মন্তব্য পেতে চান তবে অবশ্যই মন্তব্যের জবাব দেবেন। নয়ত ব্লগাররা নিরুৎসাহিত হন পরবর্তী মন্তব্য করতে। এটা ঠিক আমরা সবাই অনেক ব্যস্ততা নিয়ে ব্লগে আসি। তবুও জবাবে সামান্য ''ধন্যবাদ'' বা ''কৃতজ্ঞতা'' জ্ঞাপন করতে খুব বেশি সময় খরচ হয় বলে আমার মনে হয় না।
২-অবশ্যই একের পর এক মন্তব্যের জবাব দেবেন। এটি ব্লগীয় শিষ্টাচার। ১নং মন্তব্যের জবাবের পর ১০ নং দিলেন এভাবে না আসাই ভালো। ভালো হয় আপনি ক্রোনোলজিকেলি সবার মন্তব্যের জবাব দিয়ে যাবেন। অনেক সময় আমরা অনেক ব্লগারের মন্তব্য অবহেলা করে সবার আগে আমাদের প্রিয় মানুষের মন্তব্যের জবাব দিয়ে থাকি। এমনটা না করাই উচিত। কখনো খুব বেশি দরকার হলে শেষে মন্তব্য দিয়ে ''দুঃখ প্রকাশ '' করে নেয়াই ভালো। এতে ব্লগারদের মাঝে এমন ধারণা সৃষ্টি হবে না যে ''আপনি অহংকারী'' অথবা ''তাকে অবহেলা করছেন।''
৩-ব্লগে লেখক লেখিকারা মূলত আসেন তাদের লেখার মান উন্নয়নের জন্য। তাই প্রত্যেক লেখায় তারা তাদের লেখার মান সম্পর্কে জানতে পারলে খুশি হন। তাই লেখা টি ''ভালো লেগেছে'' ,''খুব ভালো লেগেছে'', ''অসাধারণ'' জাতীয় শব্দগুচ্ছ মন্তব্যে ইউজ করা ভালো। এখানে সমালোচনার চেয়ে গঠনমূলক আলোচনাই আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়।
৪-মন্তব্যের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য রাখা বাঞ্ছনিয় যেন লেখাটি প্রকৃতি মুল্যায়নের চেয়ে কম বা বেশি না হয়। এ ক্ষেত্রে আলী (রাঃ) একটা কথা স্মরণযোগ্য,'' যোগ্যতার কম বলাটা হিংসা, আরো অতিরিক্ত বলাটা তোষামোদী।'' তাই এ দুটোই পরিহার করা বাঞ্ছনীয়। এটি একজন লেখক/লেখিকা তৈরিতেও সহায়ক।
৫-অন্যের পোষ্টে মন্তব্য করতে চেষ্টা করবেন। আপনি যতবেশি অন্যদের পোষ্টে যাবেন তারাও আপনার পোষ্টে আসবে। এতে করে আপনার পরিচিতি বৃদ্ধি পাবে। আপনার লেখাতে ভালো পাঠক পাবেন।
ধন্যবাদ।
বিষয়: বিবিধ
২০৯৯ বার পঠিত, ৮৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দুঃখ পাইলুম ইকি।
সুন্দর থাকুন।
কিন্তু মহিষের গোস্তে সমস্যা কি? মহিষ না তাড়িয়ে জবাই করুন। খাইতে না পরলে আমি তো আছিই..
আসলে ছোটবেলা গরু,ছাগল খেয়ে অভ্যস্থ। তাই মহিষ ভালো লাগে না। আর আমাদের বাসায় শুধু আমার খালা আর বাব্বাজান খান। আর মজা মজা করেন। কারণ কি আমি বুঝি না।
ভাল ভাবে না খেলে ব্লগের মহিষ তাড়াবেন কি করে।
শুভসকাল।
শুভদুপুর।
অনেক সেলিব্রেটী ব্লগার আছেন - যারা কমেন্ট করতে চান না, বিশেষ করে জুনিয়র, নবীন ও কম পরিচিত ব্লগারদের লেখায়। আবার কমেন্টের উত্তরও দেন না।
মৌলিক, সিরিয়াস, পরিশ্রমী লেখাগুলোতে কমেন্ট খুবই কম বা শুন্য।
আবার সেলেব্রেটি ব্লগারদের মৌলিক লেখায় কমেন্টের ছড়াছড়ি দেখা যায়।
কৌতুকেও কমেন্টের ছড়াছড়ি দেখা যায়।
আরেক ধরনের ব্লগার আছেন, যারা ভালো লেখেন, কিন্তু কমেন্টের উত্তর দেন না।
এবার আপনার কথা বলি, আপনি একজন জনপ্রিয় ব্লগার এবং আমার একজন শ্রদ্ধেয় ও প্রিয় ব্লগার ও সকল ব্লগারের কাছে আপনি একজন প্রিয় ও শ্রদ্ধাভাজন ব্লগার [হিংসা বা তোষামোদ নয় ] আপনি যদি একটা লেখা দেন যে, "আজ বাসায় বিদ্যুৎ নাই" - দেখবেন কমেন্টের ছড়াছড়ি....
''অনেক সেলিব্রেটী ব্লগার আছেন - যারা কমেন্ট করতে চান না, বিশেষ করে জুনিয়র, নবীন ও কম পরিচিত ব্লগারদের লেখায়। আবার কমেন্টের উত্তরও দেন না।'' এটা অহংকার। ব্লগারদের এই অহমিকাবোধ থেকে বেরিয়ে আসা উচিত। আর ব্লগে আবার সেলিব্রেটি ব্লগার কি জিনিস? সব ব্লগারকে এক কাতারেই দেখতে আমার ভালো লাগে।
আর মন্তব্য পেতে হলে আসলে মন্তব্য করতে হয়। আমি এস বি ব্লগে বোধয় ১০হাজারের কাছাকাছি মন্তব্য করেছিলাম। মন্তব্য আন্তরিকতা বাড়ায়। এখন সময় হয় না। তাই আগের মত মন্তব্যও করা হয় না।
অসংখ্য ধন্যবাদ বাস্তুনিষ্ঠ মন্তব্যের জন্য।
শুভসকাল।
শুভকামনা।
“সমালোচনার চেয়ে গঠনমূলক আলোচনাই আমার কাছে বেশি ইফেক্টিভ মনে হয়”
এই মন্তব্যটির সাথে আমার দ্ধীমত আছে কারণ ”সমালোচনা” পরিশুদ্ধির মেকানিক। আপনি সেটাকে নিরূৎসাহিত করেছেন।
আসলে বেশি ভাগ ব্লগারই সমালোচনার মাত্রা বোঝেন না। তারা লেখক বা লেখিকাকে আক্রমণ করে বসেন। আর তাছাড়া অনেকেই সমালোচনায় লেখার আগ্রহ হারান। এটা অনেক বড় নেগেটিভ দিক। এ ক্ষেত্রে গঠনমুলক আলোচনা লেখাকে এগিয়ে দিতে পারে। এই ভাবনা থেকেই সমালোচনাকে নিরুৎসাহিত করা। ধন্যবাদ।
আসলেই আজকাল ব্যস্ততার জন্য ব্লগে সময় দেয়া হয় না। খুব মিস করি সেই দিন গুলিকে।
আর সমালোচনা নিয়ে আলী(রাঃ) এর আরেকটা হাদিস আছে। ওটা আমার পুরোপুরি মনে নেই। তবে হাদিসটা এমন উত্তম সেই ব্যক্তি যে নিজের সমালোচনা করে। অন্যের সমালোচনা করা সহজ কিন্তু নিজেরটা করা কঠিন।
মানুষের অন্যের দোষ অন্বেষণ করার চেয়ে ভালো টা দেখা ভালো।
''আর মন্তব্য বিলাসীরা বেশী বেশী মাল্টি খুলে নিজের লেখায় নিজেই মন্তব্য করুন। বহুত ফায়দা হবে ইনশাল্লাহ। '' আপনার এই কথাটা কতটুকু গ্রহনযোগ্য আপনি নিজে ভেবে দেখবেন প্লিজ। দুই একজন ব্লগার এস বি ব্লগে এই নোংরামি শুরু করেছিল। ওদের জন্য মাঝে মাঝে এস বি বিষাক্ত মনে হত। এই ব্লগে শুরুর দিকে থাকলেও এখন দেখা যায় না। আমি মনে করি এটা ভালো দিক।
আর ব্লগে আমরা লেখা দেই কেন? পাঠক যেন পড়ে সেটার মান সম্পর্কে জানাতে পারে সে জন্য। এ ক্ষেত্রে মন্তব্যের গুরুত্ব অস্বীকার করার উপায় নেই। মন্তব্য দরকার না হলে লেখা ব্লগে পোষ্ট করার দরকার হত না।
ধন্যবাদ মন্তব্যের জন্য।
''সমালোচনার ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয়েছে পাঠকরা লেখার সমালোচনা করতে যেয়ে লেখক/লেখিকার সমালোচনা করে বসে। না জেনে ধারনা করে কিছু বলাটা যে অশোভন এটা সম্ভবত অনেকের ধারনার বাইরে। মত প্রকাশের স্বাধীনতা সবার আছে। লেখা পড়ার ক্ষেত্রে মেয়ে/ছেলে ব্লগার আলাদা করে দেখা উচিত নয়।'' একদম আমার মনের কথা বলেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে
সুন্দর থাকুন।
ব্লগার বন্ধুগণ এসব মেনে চললে লেখালেখিতে জিরো থেকে হিরো হওয়া কোন ব্যপারইনা।
আপনাকে আল্লাহ রহমত করুন ।
ধন্যবাদ বাস্তুনিষ্ঠ মন্তব্যের জন্য।
আমার মনে হয় টুডেব্লগ আপনাকে পুরস্কার দিতে না পারলেও কষ্ট দেবেনা!!
আপনার কলমে(কীবোর্ডে)রংধনু খেলা করে! তাই সময়সংকট না থাকলে রকমারী পোস্ট দিয়ে পাঠকদের ধন্য করা উচিত!!
মন্তব্য করতে লগইন করুন