হুমকি
লিখেছেন লিখেছেন ফকীহে মুজতাহিদ ০৭ অক্টোবর, ২০১৪, ০৯:৫৩:৫৫ রাত
আর নয় দাদাগিরি
নয় আর বোমাবাজি,
রক্তের হলিখেলা
চিরতরে হোক শেষ।
বারুদের গন্ধ
ভাসবেনা বাতাসে।
ছেলেহারা মায়ের ক্রন্দন
আসবেনা ভেসে।
পাঠাবেনা হুমকি
কেউ আর মেইলে,
ধরা পরলেতো
যেতে হবে জেলে।
রাহাজানি হাহাকার
থাকবেনা সমাজে,
থাকবেনা ছাত্র-সমাজ
মাদকের খোজে।
এস সবাই মিলে
ইসলামি সমাজ গড়ে,
জীবন গড়ি
কুরআন ও হাদীস পড়ে।
বিষয়: বিবিধ
১০৮৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামি সমাজ গড়ে,
জীবন গড়ি
কুরআন ও হাদীস পড়ে ।
অনেক ধন্যবাদ সুন্দর আহ্বানের জন্য ।
অনেক ধন্যবাদ আপনাকে
মন্তব্য করতে লগইন করুন