একটি রমণী, মা অত:পর কলিজা
লিখেছেন লিখেছেন ফকীহে মুজতাহিদ ২০ অক্টোবর, ২০১৪, ১০:০৯:৪৭ সকাল
পারস্য শহরে একজন অনন্য সুন্দরী রমণী ছিলো। সে বিয়ের পিড়িতে বসবার সিদ্ধান্ত নিলো। তার রূপের সাথে কোন পাত্রের গুণই খাপ খায় না। অনেক খুঁজে ও সে তার মনের মতো পাত্র খুঁজে পায় না যে তার রূপের বিপরীতে গুণ দিয়ে সমন্বয় করবে। অবশেষে সে পাত্রদের মধ্যে যারা অপেক্ষাকৃত ভালো তাদের মধ্য ঘোষণা দিলো যে, যে তার নিজের মায়ের কলিজা নিয়ে আসতে পারবে তাকে সে বিবাহ করবে। তখন শহরের সবচেয়ে ধনী তরুণটি দৌড়ে তার বাসায় গেলো। তারপর সে তার মার সাথে আলাপ জমালো। এক পর্যায়ে সে তার মায়ের বুকে ছুরি মেরে কলিজা বের করে নিয়ে রমণীর বাসার দিকে রওনা হলো। সে দৌড়ানোর এক পর্যায়ে সে পড়ে গেলো, যার ফলে তার কপাল ফেটে কপল বেয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। তখন তার মায়ের কলিজাটি হতে আওয়াজ আসলো “অনেক লেগেছে, ডাক্তারের কাছে যা না বাবা”। তখন তরুণটি বললো “মরে ও বুড়ির বকবকানি কমলো না”। বলেই আবার দৌড় দিলো, না জানি অন্য কেউ আগে পৌঁছে যায়। তরুণটি পৌঁছে দেখলো তার মতো অনেকেই এসেছে নিজ মাতার কলিজা নিয়ে। কিন্তু রমণীটি ঐ তরুণটির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার ঘোষণা দিলো, যে তার মাতার কলিজা আনতে অস্বীকৃতি জ্ঞাপন করেছিলো এবং বাদবাকি যুবকদের উদ্দেশ্যে বললো “তোমরা আজ যারা আমার জন্য নিজ মায়ের কলিজা কেটে এনেছো, তারা যে অন্য কারো জন্য আমার কলিজা কাটবে না তার নিশ্চয়তা কি?”
বিষয়: বিবিধ
১২৫৬ বার পঠিত, ১৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যুবকেরা হল ....
আর খুনী রমনী হল ....
:@
<:-P
শিক্ষণীয় বটে!!
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ,
মন্তব্য করতে লগইন করুন