পরীক্ষা না দিয়েও জিপিএ-৫ পেল সাকিব!

লিখেছেন লিখেছেন ফকীহে মুজতাহিদ ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৮:০৬:০৭ রাত

প্রায় তিন মাস আগে স্বপরিবারে হাতীবান্ধা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয় সাজ্জাদ হোসেন সাকিব। স্কুলের মডেল টেস্ট পরীক্ষাতেও অংশ নিতে পারেনি। অথচ সেই সাজ্জাদ পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই পেল জিপিএ-৫।

এঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি লালমনিরহাটের হাতীবান্ধায় টক অব দ্য টাউন হয়ে উঠে।

সাকিবের এক আত্মীয় জানান, উপজেলার সিন্দুর্ণা বিদ্যালয়ের ছাত্র সাকিব পরীক্ষার আগেই আগেই ঢাকা চলে যায়। সে পরীক্ষায় অংশ নিতে পারেনি।

এ ব্যাপারে তার চাচা সাহার আলী যুগান্তরকে বলেন, সাকিব কোরবানির ঈদের সময় বাবা-মার সাথে ঢাকা গেছে। সেখানে তারা স্বপরিবারে গার্মেন্টসে কাজ করায় আর বাড়ি ফিরেনি। তাই সে এবছর সমাপনি পরীক্ষায় অংশ নিতে পারেনি।

স্কুলে আসা মার্কশিটে দেখা গেছে, সাকিব সব বিষয়ে এ প্লাস পেয়ে জিপিএ গোল্ডেন পেয়েছে।

এদিকে একই স্কুলের শিক্ষার্থী মিম মানতাসা সব বিষয়ে অংশ নিলেও রহস্যজনক কারনে তাকে বাংলা পরীক্ষায় অনুপুস্থিত দেখানো হয়েছে। এতে যথারীতি ফেল করেছে শিশুটি।

উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্বাছ আলী ভুইঁয়া বলেন, এটি অনাকাঙ্ক্ষিত ভুল, সংশোধনের ব্যবস্থা করা হবে। - See more at: http://www.jugantor.com/current-news/2014/12/30/197623#sthash.P1I5V8BJ.S8b2ogmg.dpuf

হায়রে বাংলাদেশ এই যদি হয় তোর শিক্ষাব্যবস্থা তবে সেদিন বেশি দূরে নয় যেদিন জাতি হিসেবে আমরা হবো ১০০% অশিক্ষিত জাতি।

বিষয়: বিবিধ

১২০৩ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298158
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৫২
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এই দেশে সবই সম্ভব
৩১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪২
241507
ফকীহে মুজতাহিদ লিখেছেন : আসলেই কেন যে আমরা কষ্ট করে পরীক্ষা দেই। এরপর থেকে শুধু রেজিস্ট্রেশন করবো।Happy>-
298186
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৬
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : বিনা নির্বাচনে সরকার বিনা পরিক্ষায় পাস!!!
৩১ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৪:৪৩
241508
ফকীহে মুজতাহিদ লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File