থেমে যাবে উল্লাস
লিখেছেন লিখেছেন বিদ্রোহী কবি ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৮:০৯:৩৩ রাত
কবিতা আসেনা হাতে
হাত করে নিশপিশ,
মাঝে মাঝে মনে হয়
করি সব ডিসমিস।
জানি সব শেষ হবে
মঞ্চ এই রঙ্গ,
লেজ তুলে হায়েনারা
রণে দেবে ভঙ্গ।
ইতিহাসও কথা বলে
পাল্টায় মসনদ,
তস্করও থাকবে না
করুক না গদ-গদ।
সব খেলা শেষ হলে
থেমে যাবে উল্লাস,
গ্যাঁড়াকলে পরে ঠিক
করবেও হাঁসফাঁশ।
ইতিহাসও বলছে যে
থাকবেনা দম্ভ,
চারিদিকে হলে ফের
বিদ্রোহ আরম্ভ।
বিষয়: সাহিত্য
১০৫৪ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন