জিপিএ৫

লিখেছেন লিখেছেন আবু জারীর ৩০ ডিসেম্বর, ২০১৪, ০৮:১৬:০৩ রাত



জিপিএ৫ নিয়ে বিগত বছর কয়েক যাবৎ বেশ বিতর্ক হচ্ছে। এবারতো একজন পরীক্ষা না দিয়েই জিপিএ৫ পেয়েছে! ওয়াও আন্ডার গ্রাজুয়েট মাননীয় শিক্ষামন্ত্রী ওয়াও! এই না হলে ডিজিটাল বাংলাদেশের শিক্ষার মান? অনেকেই ভাগ্যগুণে আর মননীয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহীদের বদান্যতায় জিপিএ৫ পয়েছে। তবে যে সকল বাচ্চারা সত্যি সত্যিই লেখা পড়া করে জিপিএ৫ পেয়েছে তাদের মধ্যে ওরা তিন জন যথাক্রমে, আনিকা নাওয়ার খান, জেরীন তাসনীম ভূঁইয়া এবং ইন্নি তাসনিয়া তাবাসসুম অন্যতম।

এই সাফল্যের জন্য ওদের সহ সারা দেশের কৃতকার্য শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানাচ্ছি।

ওদের এই সাফল্যের পিছনে ওদের পাশাপশি আর যাদের অবদান সবচেয়ে বেশী তারা হলেন ওদের গর্বিতা মায়েরা। তাই ওদের মায়েদেরও লাল গোলাপ শুভেচ্ছা।



ওদের একজনের মায়ের সাথে আমার দূরকিয়া সম্পর্ক আছে, সেই সূত্রে আমি বিষয়টা জানি। কেউ আবার পরকীয়া ভেবে ভুল করবেন না। দূরকীয়া সম্পর্ক নয়ত কি? তার আর আমার মাঝে যে ৬০০০ কিলোমিটারের বেজায় দূর। সেই ভদ্রমহিলার কর্মের ফিরিস্ত যদি দেই তাহলেই বুঝবেন যে জিপিএ৫ পাওয়ার পিছনে তার কতবড় হাত।



সকালে উঠিয়া তিনি

মনে মনে বলেন

নামাজ পড়িয়া তিনি

কি করিবেন?

দুধ ডিম বানিয়ে তিনি

বাচ্চাকে খাওয়ান

বই খাতা গুছিয়ে নিয়ে

বিদ্যালয়ে যান।

দুপুর হতে না হতেই হয়

বিদ্যালয় ছুটি

আগে ভাগেই হাজির হন

নিয়ে ভাত রুটি।

নিজ হাতে খাওয়ায়ে

যান কোচিং এ

ঘণ্টাদুয়েক পরে যান

বাচ্চাকে আনিতে।

গা-গোছল করিয়ে দেন

দুপুরের খাবার

খাওয়া শেষে আর্ট ক্লাসে

যেতে হয় আবার।

আর্ট করিয়ে রাস্তা ধরেন

গণিত স্যারের বাসার

ইংরেজী পড়ানর পরেই

সময় হয় ফেরার।

বাসায় এসে দেখেন

হুজুর হাজির

কুর’আন পড়েই তবে হয়

রুমের বাহির।

খেলা-ধুলোর সময় বাচ্চারা

পায়না মোটে

সন্ধ্যার আগে যৎসামান্য যদি

ভাগ্যে জোটে।

ইত্যবসরে তিনি

ঘর-দোর গোছান

মাগরিবের নামায শেষে

বাচ্চাকে পড়তে বসান।

পড় পড় সোনামণি

রাতের পড়া

এবার তিনি শিক্ষিকা

বেজায় কড়া!

রাতের এগার-বারটা

নয় বড় কথা

পড়া শেষ করতেই হবে

যথ যথা।

পড়ালেখা শেষ করে

খেয়ে রাতের খাবার

প্রস্তুতি নিয়ে শোন

সকালে ওঠার।

এভাবেই সময় যায়

বাচ্চার মার

জিপিএ৫ পেলে বুক ফুলে

বাচ্চার বাবার!





বিষয়: বিবিধ

১১৩৪ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

298153
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪১
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : ভালো লাগলো... আপনি কি ইদানিং সময় পান না? আপনাকে বড্ড মিস করি। Kiss Kiss Kiss
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৩
241386
আবু জারীর লিখেছেন : সময়ও কম পাই আবার যেখানে আছি নেটের স্পীড একেবারেই কম। তাছাড়া সেই সামান্য সময়ের মধ্যে অনেক গুলো অফিসিয়াল মেইলের জবাব দিতে হয়। ধন্যবাদ।
298155
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৮:৪৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:১৯
241387
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
298165
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৩৫
কাঁচা পত্তের রস লিখেছেন : GPA 5 পড়া শুনা নাকরেও পাওয়া যায়। এখন GPA 5 এর দাম মুলার দামের সমান।

একটি ঘটনা দেখুন-
প্রায় তিন মাস আগে স্বপরিবারে হাতীবান্ধা ছেড়ে ঢাকায় গার্মেন্টসে কাজ নেয় সাজ্জাদ হোসেন সাকিব। স্কুলের মডেল টেস্ট পরীক্ষাতেও অংশ নিতে পারেনি। অথচ সেই সাজ্জাদ পিএসসি পরীক্ষায় অংশ না নিয়েই পেল জিপিএ-৫।- Click this link
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৬
241423
আবু জারীর লিখেছেন : হ্যা ঠিক বলেছেন। তাই যার পড়া লেখা করে জিপিএ৫ পায় তাদেরও যখন বাকা চোখে দেখা হয় তখন তাদের মনে দুঃখ লাগে। আমি যাদের কথা বলেছি এরা পড়া লেখা করেই ভালো রেজাল্ট করেছে। নিজের মেয়ে বলে বলছিনা। সত্যিই তারা যোগ্যতার ভিত্তিতেই পেয়েছে। ধন্যবাদ।
298171
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৮
কুয়েত থেকে লিখেছেন : লেখাটি ভালই লাগলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ওয়াও আন্ডার গ্রাজুয়েট মাননীয় শিক্ষামন্ত্রী ওয়াও! এই না হলে ডিজিটাল বাংলাদেশের শিক্ষার মান? অনেকেই ভাগ্যগুণে আর মননীয় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহীদের বদান্যতায় জিপিএ৫ পয়েছে আর কি
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৮
241424
আবু জারীর লিখেছেন : আপনাকেও ধন্যবাদ।
298184
৩০ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫৪
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভাল লাগল না!!
এত কষ্ট করে জিপিএ-৫ নিয়ে বাবা-মার বুক ফুলল কিন্তু সেই শিশুটির যে শৈশব নষ্ট হলো সেটা তো আর ফিরে আসবে না!
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ০১:২৯
241425
আবু জারীর লিখেছেন : ঠিক বলেছেন। ধন্যবাদ। এত কম বয়সে পাবলিক পরীক্ষার কোন মানে হয়না।
298190
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১২:১৮
মাটিরলাঠি লিখেছেন :
কালজয়ী কবিতা। বাবা সাফল্যের অংশীদার, ব্যর্থতার নয়। Don't Tell Anyone
298276
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:২৬
ইবনে আহমাদ লিখেছেন : মাঝে মাঝে দেখা যায়। নিয়মিত পেলে সকলের জন্য বহুত বহুত ফজিলত হত। নিয়মিত হতে সমস্যাটা কোথায়?
আপনার দুরকিয়া প্রেমের জন্য লাল গোলাপ শুভেচ্ছা।
298304
৩১ ডিসেম্বর ২০১৪ দুপুর ০৩:১৩
হতভাগা লিখেছেন : আজকাল পরীক্ষা না দিয়েও জিপিএ ৫ পাওয়া যায়
৩১ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৫২
241588
আবু জারীর লিখেছেন : মজাটাতো ওখানেই। বাচ্চার মাকে এত করে বলি কিন্তু কে শোনে কার কথা। নিজেও খেটে মরে আর আমার অবস্থাও বারটা বাজিয়ে ছাড়ে।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File