কবিতারাও ছন্দহীন
লিখেছেন লিখেছেন মোস্তফা সোহলে ২০ অক্টোবর, ২০১৪, ০৮:২৫:০৩ সকাল
মন থেকেই চেয়েছি
এই রাতটা হোক
দীর্ঘ থেকে দীর্ঘতর,
যখন তোমার নিঃশ্বাসটা ভারি হচ্ছিল
আমার বুকের ভেতর।
যার ভার মানুষ নিতে পারে না
প্রকৃতির নিয়মে
সেটা কখনই মাপা যায় না।
যেমনটা ভালবাসা!
আমি তুমি কিম্বা আমরা
কত হিসাবই করি প্রত্যহ
হয়তো ভালবাসারও
তবু তোমায় ভালবাসি কোন হিসাব ছাড়াই।
রাত যত গভীর হয়
তোমার নিঃশ্বাসের শব্দ
ততই আরও মধুর হয়ে
বাজে আমার কানে।
আমার বুাকে
তোমার নিঃশ্বাসের শব্দ
কবিতারাও ছন্দহীন।
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যখন তোমার নিঃশ্বাসটা ভারি হচ্ছিল
আমার বুকের ভেতর।
মন্তব্য করতে লগইন করুন