ব্রিটেনের পরিবর্তিত চেহারা--১

লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১১ জানুয়ারি, ২০১৩, ০৬:৩৫:১৫ সকাল

ব্রিটেনের প্রথম নির্ভরযোগ্য আদম শুমারি হয় ১৮০১ সালে, এরপর প্রতি ১০ বছর অন্তর শুমারী অনুষ্টিত হয়ে আসছে,সর্বশেষ শুমারী হয় মার্চ ২০১১ সালে,ফল প্রকাশিত হয় ডিসেম্বর(২০১২) মাসের ১১ তারিখে।

চলুন দেখা যাক এই শুমারী র কিছু তথ্য

ইংল্যান্ড এন্ড ওয়েলস এর মোট জনসংখ্যা ৫৬।১ মিলিয়ন বা ৫ কোটি ৬১ লাখ,

তন্মধ্য অর্ধেকের বেশী নারী।

প্রতি ৬জনে ১ জনের বয়স ৬০ এর উপরে

৯০ এর উপর বয়স এমন মানুষের সংখ্যা নেহায়েত কম নয় ৪,২৯০০০।



ইংল্যান্ড ও ওয়েলস এর মানচিত্র

বাড়ি-ঘর:

মোট বাড়ি আছে ২ কোটি ৩৪ লাখ,প্রতি ঘরে গড়ে ২.৪ জন করে বাস করে।

গাড়ি আছে গড়ে ১২ টি প্রতি ১০ ঘরে

মোট গাড়ি আর ভ্যানের সংখ্যা হল ২ কোটি ৭৩ লাখ

মোট জনসংখ্যার ১৩ শতাংশ বিদেশে জন্মগ্রহনকারী, এর মধ্য এক চতুর্থাংশ ভারত ও পোল্যান্ড থকে আগত

যদি আপনাদের ভালো লাগে

পরবর্তী সংখ্যায় ধর্মবিশ্বাস নিয়ে উপাত্ত দিব,ধন্যবাদ

বিষয়: আন্তর্জাতিক

১০৩০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File