প্রথম আলোর বস্তুনিষ্ট সাংবাদিকতা, ও একটা ঐকিক নিয়মের অংক
লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১১ মে, ২০১৩, ০১:১৩:৪০ রাত
প্রথমালোর ভাষ্যমতে, পুলিশ হেফাজতকর্মীদের গিয়ে বলেছে ,আপনারা বাড়ী চলে যান,আপনারা শান্তিতে থাকেন,দেশটাকে শান্তিতে থাকতে দেন।
ছোটবেলায় বীজগণিতের সূত্র শিখেছিলাম জয়নাল স্যারের বেতের বাড়িতে।আজ এতো বছর পরও ,পশ্চাদ্দেশে হাত দিলে স্যারের বেতের বাড়ি অনুভব হয়। অংকে ছিলো যমের ভয়, বহুবার ফেল করার অভিন্গতা আছে। এস, এস, সি তে গুলি টা গিয়েছিলো কানের পাশ দিয়ে। উচ্চতর গণিতের ভয়ে সায়েন্স পড়া হয় নি। কিন্তু সেই গণিত আমার পিছু ছাড়েনি। যাই হোক, এবার দেখা যাক সেই আমি একটা ঐকিক নিয়মের অন্ক করতে পারি কি না
।
চুশীল পত্রিকা মতে, সেই দিন রাতে অভিযানে অংশ নিয়েছিলো ন্যুনতম দশহাজার পুলিশ,র্যাব,বিজিবি
গড়ে প্রতিজনে যদি একটা করে গুলি ছোড়ে,কয়টা গুলি হয়/
দশহাজার
মনে করি, ৫০% গুলি টার্গেট এ লাগেনি। আর কত রইল?
পাচ হাজার।
আবার মনে করি,যেহেতু বাংলাদেশের পুলিশের দক্ষতা (!)
সেহতু ঐ পাচ হাজার এর মধ্য ৮০% গুলি মিস হয়েছে।
আর বাকী ২০% লেগেছে,
তা হলে কতজন মারা গেলো?
উত্তর: ১০০০
একজন মানুষ ও মারার অধিকার কি কারো আছে?
বিষয়: বিবিধ
১৭৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন