মীরাক্কেল এর সেট এ মখা আলমগীর..
লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ২৭ এপ্রিল, ২০১৩, ০৫:৩০:৪৪ বিকাল
দু;খিত মাফ করবেন,ইদানীং আমার এক সমস্যা হয়েছে প্রায় রাতে স্বপ্নে নেতা নেত্রীরা এসে ভিড় করেন ।তবে এবার স্বপ্নে আমি গেছি কমেডি শো মিরাক্কেল এর সেটে , ,
মীর: আজ আমাদের দর্শকদের জন্য একটা অবিস্মরননীয় দিন কারণ আজ আমাদের সাথে পার্টিসিপেন্ট হিসেবে আছেন উপমহাদেশের সেরা কমেডিয়ান মঘের মুল্লুক থেকে আগত মখা আলমগীর।
কমেডিয়ান মখা আলমগীর ,প্লিজ।
অবশেষে মখা তার সেই বিখ্যাত নাড়ানো/ ঝাকি র জোকস টা বল্লেন। দর্শকরা হাসতে হাসতে মাটিতে লুটালেন।
মীর: অসাধারণ ,গভীর । আপনার ভাড়ামোর তুলনা আপনিই এবার কমেন্টস এর পালা। প্রথমেই রণি দা।
বিচারক রণি দা: তুই গুরু কঠিন মাল।ফাটাফাটি হয়েছে।সামনে যে কোন বিপদে আশা করি আরো ভালো ভালো জোকস নিয়ে আসবে। অল দ্যা বেস্ট।
শ্রীলেখা: আপনাকে দেখাচ্ছে অসাধারণ, একেবারে বুড়ো ভাম। আপনার বলার নিজস্ব একটা ভন্গি আছে, বোঝাই যায় উচু মাপের বলদ।সত্যি অসাধারণ এরকম জোকার খুব একটা দেখা যায় না। অল দ্যা বেস্ট।
পরাণ দা: ভা লো। খূ উ উব ভালো।চালিয়ে যা।জীবনের যে কটা দিন বেচে আছিস জোকারগিরি চালিয়ে যা,মানুষ কে বিপদের সময় আনন্দ দিবি।
এটাই তো কমেডিয়ানের কাজ।
চলে এসো স্মাইলি নিতে,তোমার ওটা (!)ঝাকাতে ঝাকাতে চলে এসো।
বি:দ্র: নামধাম মিলে গেলে কাকতাল মাত্র।
বিষয়: বিবিধ
১৭৭১ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন