সভ্যতার নিদর্শন বহুতল ভবন---সেটাকে নিরাপদ করে নির্মান করাও সভ্য সমাজের দায়িত্ব!
লিখেছেন লিখেছেন মুক্তির মিছিল ২৭ এপ্রিল, ২০১৩, ০৫:০২:১৮ বিকাল
মানুষের প্রাথমিক চাহিদার একটা হল বাসস্থান। আধুনিক সভ্য সমাজে মানুষ বাড়ার সাথে সাথে বাসস্থানের চাহিদাও ভেড়ে যায়! আর সেই চাহিদার যোগান দিতেই নির্মিত হয় বহুতন ভবন। আর এই বহুতল ভবন নির্মানের জন্যই একসময় চাহিদা আসে কিভাবে নিরাপদ করে তৈরি করা যায় এই বহুতল ভবন। কালের পরিক্রমায় মানুষ হিসাব নিকাশ ও অভিজ্ঞতা দিয়ে তৈরি করতে থাকে ২ থেকে ৩ তলা ভবন। যার প্রধান উপাদান পাথর, কাঠ, লোহা, ও বাইন্ডার (glue) হিসাবে চুন সুরকি। এর পর ধীরে ধীরে বিজ্ঞানের অগ্রতির ও গানিতিক হিসাব নিকাশের অগ্রতির সাথে সাথে পুরকৌশল ( Civil Engineering) বিভাগের একটা শাখা হিসাবে আত্মপ্রকাশ করে এই ভবন নির্মান কৌশল, যাকে আমরা স্ট্রাকচারাল ইন্জিনিয়ারিং (Structural Engineering) বলি । এই ইন্জিনিয়ারিং এর মূল কাজ এর একটা বিশাল অংশই হল ভবনকে নিরাপদ করে ডিজাইন (Structural design) করা ও নির্মানে তদারকী করা। আর এই ডিজাইন করার জন্য প্রত্যেক দেশেই আছে ডিজাইন কোড। এই ডিজাইন কোড তৈরি করেন অভিজ্ঞ প্রকৌশলীরা। তারা সব কিছু (দেশের মানুষের আর্থিক সামর্থ্য, দেশের মাটির কন্ডিশন, প্রাপ্ত ইট, লোহা, সিমেন্টের গুনাগুন) চিন্তা করেই তৈরি করেছেন এই ডিজাইন কোড। এটাকে অমান্য করাটা সাধারন মানুষের জন্য একেবারেই আত্মঘাতী। আরও একটা কথা, এই ডিজাইন কোডের ব্যবহার বিধি একমাত্র গ্রাজুয়েট ইন্জিনিয়ারই করতে পারেন। কারন অন্যরা (যারা ইন্জিনিয়ার না) এই কোডের অনেক কিছুই বুজতে পারবেন না। একমাত্র ইন্জিনিয়ার, যারা কিনা চার চারটা বছর ধরে এই কোডের বিভিন্ন দিক নিয়া পড়াশুনা করেন, তারাই জানেন কিভাবে এই কোডকে ব্যবহার করতে হয়।
গ্রাম্য ডাক্তার দিয়ে যেমন অপারেশন করে রোগীর মির্ত্যু ডেকে আনা হয়, তেমনি কোন ইন্জিনিয়ার ছাড়া বহুতল ভবন নির্মান করে একসাথে অনেক লোকের মির্ত্যু ডেকে আনা হয়। যার জলন্ত উদাহরন সাভার ট্রাজেডি!
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন