রাখেন পেচপাচ - এমপিকে ধরেন , কান ঠানলে মাথা আসবে

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৭ এপ্রিল, ২০১৩, ০৪:৫৪:৫৫ বিকাল

সাভার ট্র্যাজেডিতে রানাকে না পেলে এম পি মুরাদ জংকে গ্রেফতার করেন । সহজে পাবো রানাকে --

অপরাধ যে করে আর অপরাধীকে যে রক্ষা করে , এবং অপরাধীর পক্ষে যারা কথা বলে - তারা সবাই অপরাধী , হয়ত কম ,কারো বেশি ।

সাভার হত্যা কান্ডের খলনায়ক রানা কে খুঁজে পাচ্ছে না পুলিশ !! অবাক হয়নি , কারণ যখন সংসদ থেকে মন্ত্রনালয় পর্যন্ত রানার পক্ষ নিয়ে সাফাই বক্তব্য দেয়া হচ্ছিল ঠিক তখন মনে হচ্ছিল যারা মারা গেলেন তারা তো শ্রমিক ।তাদের লাশের মুল্য মাত্র ৫ থেকে ২০ হাজার , আবার বেশির ভাগের মূল্যই নাই , হয়ত লাশ ও খুঁজে পাবে না তাদের স্বজনেরা।

টিভিতে দেখলাম -ঢাকা জেলা আ'লীগ সহ সভাপতি বললেন - রানা কোথায় সে জবাব দিতে হবে মুরাদ জংকেই । কারণ এই এমপি নিজেই সাভারের রানা প্লাজা থেকে ঘটনার সময় নিয়ে আসেন - রানা গায়েব হয় কি করে ?

অতএব এত পেচপাচ না করে মুরাদ জংকেই ধরে নিয়ে আসুন , অনেক মিথ্যা কাহিনী হয়েছে এবার রানা সহ যারা রানার পক্ষে কথা বলেছেন , তাদের নিজের দেয়া বক্তব্য দিয়েই বিচার করেন ।

রাখেন রাজনীতির সেকুলাস ।যারা মারা গেছে এরা ইচ্ছে করে মরেনি , তাদের হুমকি দাম্কি দিয়ে কাজে যেতে বাধ্য করে রানা সহ গার্মেন্টস মালিকেরা ।- এদের কে ধরেন , বিচার করেন --লোক দেখানোর জন্য রানার আত্মীয়স্বজনকে আটক, মামা , খালু , চাচাতো , মামাতো ভাইদের গ্রেফতার বন্ধ করেন --

বিষয়: বিবিধ

১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File