চাটগাইয়া বচন
লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ২৯ জুন, ২০১৩, ০৬:২১:২৮ সন্ধ্যা
ছোটবেলায় গ্রামের বাড়ি গেলে দাদুর কাছে গ্রামীণকিছু ছড়া শুনতাম, সে সময় এর মাথামুন্ডু কিছু না বুঝলেও পরে পরিণত বয়সে বুঝেছি আসলে এগুলো শুধু কোন বচনই নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার নির্যাস।
মাঝে মাঝে এগুলো মনে পড়লে খুব মজা লাগে, সে রকম কয়েকটি আপনাদের সাথে শেয়ার করলাম
প্রথমে শুরু করা যাক নারী দিয়ে
লিফি লে পুছিলে মেড়ী
সাজিলে পরিলে বেড়ী
টীকা: মেড়ী্ -মাটি, বেড়ী- মহিলা
অর্থাৎ ধোয়ামোছা করে রাখলে মাটী
আর সাজগোজ করলে নারীকে সুন্দর লাগে
একবার নিজই পরখ করতে পারেন এর সত্যতা!
এবার দেখুন ওভার স্মার্টদের নিয়ে কি বলা হয়েছে;
অতি হাওম্মার ভাত নেই
অতি সুন্দরী'র নেক নাই
টীকা: হাওম্মা- কর্মা, নেক- জামাই
অর্থাৎ অতিকর্মা লোকের রুজি হয় না, আর অতি সুন্দরী মহিলার বর হয় না।
আশেপাশে একটু চোখ বুলিয়ে দেখুন ,প্রমাণ পেয়ে যাবেন।
এরপরের বচন টি শুনেছিলাম আমার মামা হতে যিনি গত চল্লিশ বছর যাবত আমেরিকায় বসবাস করছেন
চট্টগ্রামে ছোট একটি পাখি আছে বেশ সুস্বাদু, স্হানীয় ভাষায় বলা হয় 'বাড়ই''
তো এই বচনটি তে সেই বাড়ইয়ের স্বাদ বর্ণনা করা হয়েছে কিভাবে দেখুন
এক বাড়ই তের মূলা
ত বাড়ই তূলা তূলা
অর্থ: এক বাড়ই পাখিকে তেরটি মূলা দিয়ে রান্না করা হয়েছে ,
তারপরো তুলার মত নরম,সুস্বাদু।
অবশ্য এর স্বাদ কখনো পরখ করার সুযোগ হয়নি।কেউ খেয়ে থাকলে জানাবেন।
বিষয়: বিবিধ
১৭৩৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন