ছাত্রলীগ কিংবা ছাত্রদল অথবা যুবলীগ কিংবা যুবদল এই দলগুলোতে ভাগই হওয়া কতটা ইসলাম সম্মত !!!!?
লিখেছেন লিখেছেন ফারাবী সোহান ২৯ জুন, ২০১৩, ০৬:১৪:৫৩ সন্ধ্যা
ছাত্রলীগের ২ পক্ষের সংঘর্ষ......যুবলীগের ২ পক্ষের সংঘর্ষ্........ছাত্রলীগ এবং যুবলীগের সংঘর্ষ
ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষ......যুবদলের ২ পক্ষের সংঘর্ষ.........ছাত্রদল এবং যুবদলের সংঘর্ষ
ছাত্রলীগ এবং ছাত্রদলের সংঘর্ষ............যুবলীগ এবং যুবদলের সংঘর্ষ
ছাত্রদল এবং যুবলীগের সংঘর্ষ......ছাত্রলীগ এবং যুবদলের সংঘর্ষ
উপরোক্ত দলের কর্মীরা যদি নিজেকে মুসলিম বলে দাবি করেই থাকেন তবে উপোরক্ত সম্ভাব্য সংঘর্ষের ব্যাপারে নিম্নোক্ত হাদিসটি...............
"আবু বাকরা রা. থেকে বর্ণিত, রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো মুসলমান অন্য মুসলমানের বিরুদ্ধে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে যায় তাহলে তারা উভয়ই জাহান্নামী হবে। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহর রাসূল! হত্যাকারী জাহান্নামী হবে এটাতো বুঝতে পারলাম (অর্থাৎ হত্যা করার কারণে) কিন্তু যাকে হত্যা করা হয়েছে সে কেন জাহান্নামী হবে? রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে-ও অন্যজনকে হত্যা করতে উদ্যত হয়েছিল (এজন্য জাহান্নামী হবে)"। -সহীহ বুখারী, হাদীস : ৬৮৭৫; সহীহ মুসলিম, হাদীস : ২৮৮৮
অর্থাৎ দু’জনই হত্যা করার ইচ্ছায় বের হয়েছিল। একজনের সুযোগ হয়েছে সে হত্যা করতে পেরেছে। অন্যজন নিহত হয়েছে। যে নিহত হয়েছে সে তার নিয়তের কারণে জাহান্নামে যাবে। কারণ, সে অজ্ঞতা ও সম্প্রদায়িকতার কারণে হত্যা করার ইচ্ছা করেছিল, আল্লাহর সন্তুষ্টির জন্য নয়।
আসল কথা হলো ছাত্রলীগ কিংবা ছাত্রদল অথবা যুবলীগ কিংবা যুবদল এই দলগুলোতে ভাগই হওয়া ইসলাম সম্মত নয়,কারন ইসলামে দলদলি সম্পূর্ন নিষিদ্ধ......যারা নিজেদেরকে মুসলিম দাবি করেন তাদের আসলে একতাই দল হতে হবে এবং সেই দলের উদ্দেশ্য এবং কার্যক্রম হতে হবে আল্লাহ সুবহানওয়াতা'আলার সন্তুষ্টির জন্য।
বিষয়: রাজনীতি
১২৯২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন