ইচছা ছিল অনেক কিছু
লিখেছেন লিখেছেন আইনজিবি ২৯ জুন, ২০১৩, ০৫:০৭:৪৩ বিকাল
এ বি সিদ্দীক
ইচছা ছিল অনেক কিছু
করব জিবন ভর,
রাখব তোমাই বুকের মাঝে
বাধব সুখের ঘর।
হারিয়ে যাবো অচিন পুরে
গভির সাগর জ্বলে,
সিন্ধু সেচে মুক্ত এনে
রাখব থওে থরে।
পাখির মত ডানা মেলে
উড়ব আকাশ ভর
বুকে ভাল বাসা নিয়ে
ভরব তোমার ঘর।
বিষয়: বিবিধ
১৩৩২ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন