মসজিদ ও মোবাল (রি-পোস্ট)
লিখেছেন লিখেছেন আহমেদ নিজামী ১১ জানুয়ারি, ২০১৩, ০৬:২৭:২৯ সকাল
রামাদান সমাগত,আমাদের সামান্য সচেতনতা ইবাদতের পরিবেশ রক্ষা করতে পারে।
কয়েকদিন আগের কথা,আমাদের স্হানীয় মসজিদে নামাজ পড়তে গেছি নামজের মাঝখানে বেজে ওঠে এক মুসল্লীর মোবাইল, এবং প্রায় পুরো এক রাকয়াত ধরে চলে এই রিং।
যদি ও নামাজ শুরুর আগে একবার ঘোষণা দেয়া হয়েছিল মোবাইল সুইচ অফ করতে। হয়ত বেচারা নামাজের মাঝাখানে আসাতে ঐ ঘোষণা শুনতে পায়নি।
সম্ভবত এটা এখন সব মসজিদের জন্য একটা কমন সমস্যা, এক্ষেত্রে আমরা,মুসলিমরা যদি সবাই একটু সতর্ক হই এ সমস্যা কিছুটা কমতে পারে ,
আমরা কাউকে ফোন করার আগে একবার যদি ভেবে নেই এটা নামাজের সময় কি না?
যদি মনে হয় স্হনীয় ভাবে এটা জামায়াতের সময়,তাহলে ফোন টা একটু পরে করি,১০/১৫ মিনিট পরে ,তাতে হয়ত খুব
বেশী ক্ষতি হবে না। একজন মুসল্লী বিব্রতকর অবস্হা থেকে বেচে যাবে।
তবে সবসময় এ বিষয়টি বেশী ভাবা উচিত একজন,মুসল্লী কে।নামায শুরু করার আগে মোবাইল চেক করা উচিত।
আমরা যেমন জুতা নিয়ে মসজিদে প্রবেশ করি না, তেমনি মোবাইল (অন অবস্হায়) নিয়েও প্রবেশ করা উচিত নয়।
জুতা খোলার সময় ই ভাবতে হবে মোবাইলের কথা।
ধন্যবাদ
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন