ক্রিকেট খেলাটা দর্শকদের কাছে উৎসবতুল্য ! _________________________
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১৯ মার্চ, ২০১৪, ০৭:৩১:৩৫ সন্ধ্যা
ক্রিকেট খেলাটা দর্শকদের কাছে উৎসবতুল্য তবে সেখানে অবশ্যই বাংলাদেশ দল থাকতে হবে ! এক সময় পাকিস্তান ভারতের খেলা দেখতে দর্শকদের ঢল নামতো এখন তাতে ভাঁটা পড়েছে ! এখন ক্রিকেট মানেই দর্শকরা বাংলাদেশ ছাড়া কিছুই ভাবতেই পারে না । তাই নেপালের মতো দেশের সাথেও স্টেডিয়ামে দর্শদের উপচে পড়া ভীড় ।
যদি হয় ক্রিকেট খেলা আর যদি থাকে প্রিয় দেশ বাংলাদেশ তাহলে ক্রিকেটপাগল দর্শকরা সাড়া দিবেই । তার প্রমান নেপাল বাংলাদেশ ম্যাচ ! এখন বাংলাদেশ ভালো খেলাতে ভারত পাকিস্তানের খেলায় আগের মতো এতো উত্তেজনা নেই যতোটা বাংলাদেশ ভারত ,বাংলাদেশ পাকিস্তান ম্যাচে লক্ষ্য করা যায় । এর কারন সাকিব তামিম মুশফিকরা বিশ্বক্রিকেটে একটি ভালো অবস্থান তৈরি করায় যা আগে ছিলো না ।
সাবাস বাংলাদেশ যাও এগিয়ে শত বাধা পেরিয়ে ।
বিষয়: বিবিধ
৯৬৮ বার পঠিত, ১১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আল'হামদুলিল্লাহ সেটা সম্ভবত কেটে গেছে
বাংলাদেশ এখন এমন এক গ্রুপে আসছে যেখানে টি২০ ও ওয়ার্ল্ড কাপ দুটো ই জেতা দল আছে । আছে অস্ট্রেলিয়ার মত হ্যাট্রিক চ্যাম্পিয়ন (ওডিআই) দল ।
খুব বেশী আশা করি না , বাংলাদেশ এদের সাথে ভাল খেলুক - এটাই প্রত্যাশা ।
মন্তব্য করতে লগইন করুন