ফেসবুকে যারা তালেবান এবং একটি বিতর্ক

লিখেছেন লিখেছেন পদ্ম পাতা ১৯ মার্চ, ২০১৪, ০৭:৩১:৩৭ সন্ধ্যা

Rimil Huda (me)

ফেবু জীহাদীরা এদের নেতার নাম বলে না। কারন এদের নেতা নাই। নেতা না থাকলে ইসলাম নাই। এদের তো ইসলামই নাই। এরা আবার জীহাদ করবে কি করে। সব ভন্ডের দল।

Unlike · 1 person · Edit · 4 hours ago

সোহাগ আহমেদ

এই নে গণতান্ত্রিক মুশ্রিক Rimil Huda

কুরআনঃ "যাবতীয় ক্ষমতা শুধুমাত্র

আল্লাহরই জন্য"-(২:১৬৫) ।

গনতন্ত্রঃ জনগনই সকল ক্ষমতার

উৎস ।

কুরআনঃ "আল্লাহ ছাড়া কারও বিধান

দেবার ক্ষমতা নেই"-(১২:৪০) ।

গনতন্ত্রঃ আইন প্রণয়নের ক্ষমতা জনগন,

সংসদ, মন্ত্রী-এমপির (মদ, পতিতালয়

বৈধও হতে পারে) ।

কুরআনঃ "আল্লাহ

তাআলা সার্বভৌমত্বের মালিক"-

(৩:২৬) ।

গনতন্ত্রঃ সার্বভৌমত্বের মালিক

জনগন ।

কুরআনঃ "(হে নবী)

আপনি যদি অধিকাংশের

রায়কে মেনে নেন

তাহলে তারা দ্বীন থেকে বিচ্যুত

করে ছাড়বে"-(৬:১১৬)।

গনতন্ত্রঃ অধিকাংশের রায়ই চুড়ান্ত

সিদ্ধান্ত ।

কুরআনঃ "আল্লাহ তা’আলা ক্রয়-বিক্রয়

বৈধ করেছেন এবং সুদ হারাম

করেছেন"-(২:২৭৫)।

গনতন্ত্রঃ গণতন্ত্র সূদভিত্তিক

অর্থনীতি প্রতিষ্ঠা করে ।

কুরআনঃ ব্যভিচার শাস্তিযোগ্য

অপরাধ-(২৪:২) ।

গনতন্ত্রঃ সংসদ পতিতালয়ের (যিনা)

লাইসেন্স দেয় ।

কুরআনঃ "সৎকর্ম ও আল্লাহ

ভীতিতে একে অন্যের সাহায্য কর ।

পাপ ও সীমালঙ্ঘনের

ব্যাপারে একে অন্যের

সহায়তা করো না"-(৫:২) ।

গনতন্ত্রঃ অধিকাংশ

ক্ষেত্রে প্রার্থী নিজের সুনাম ও

প্রতিদ্বন্দ্বীরকুৎসা রটায় ।

কুরআনঃ মদ, জুয়া, লটারী নিষিদ্ধ-

(৫:৯০) ।

গনতন্ত্রঃ মদ এর লাইসেন্স দেয় । জুয়া,

লটারী বৈধ ।

কুরআনঃ "হে মুমিণগণ ! তোমরা ইহুদী ও

নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ

করো না । তারা একে অপরের বন্ধু ।

তোমাদের মধ্যে যে তাদের

সাথে বন্ধুত্ব করবে, সে তাদেরই

অন্তর্ভুক্ত । আল্লাহ জালেমদেরকে পথ

প্রদর্শন করেন না"-(৫:৫১) ।

গনতন্ত্রঃ কোন সমস্যা নাই । যার

সাথে ইচ্ছা (আমেরিকা, ইসরাইল)

বন্ধুত্ব কর ।

এরপর আর মুসলিম দাবি করার দরকার নাই

Edited · Like · 2 people · 3 hours ago

Rimil Huda

তোমার নেতা কে ? সোহাগ ?

Like · Edit · 3 hours ago

Rimil Huda

গনতন্ত্রের কোন খারাপ গুনাবলীর সাথে জামায়াত জড়িত নয়। তোমার নেতা কে ? জানি, জবাব দিতে পারবানা। তোমরা তো সেইসব লোক যাদের ইসলাম নাই। হজরত উমার (রা) বলেছেন," দল ছাড়া ইসলাম নাই, নেতা ছাড়া দল নাই, আনুগত্য ছাড়া নেতা নাই।" তাহলে তোমাদের জীহাদ কোথায় ইসলামই তো নাই ? সোহাগ আহমেদ

Edited · Like · Edit · 3 hours ago

Rimil Huda

এক শ্রেণীর জিহাদী গজাইছে। এদের জিহাদ শুধু জামায়াত শিবিরের বিরুদ্ধে। ভারতীয় জাতীয়তাবাদী হোসাইন আহমাদ মাদানী, গনতান্ত্রীকভাবেনির্বাচিত হাসিনার কাছে ক্বওমী মাদ্রাসার স্বীকৃতি আনতে যাওয়া আহমদ শফি, ক্বওমী গনতান্ত্রীক চরমোনাই, খেলাফত মজলিশ, ইসলামী ঐক্যজোটের বিরুদ্ধে এদের কোন কথা নাই। আসলে এসব ভন্ড জিহাদীরা আওয়ামিলীগ করে। আসল জিহাদী হলে এরা সবার বিরুদ্ধে বলত। এদের থেকে সাবধান।

Like · Edit · 3 hours ago

Rimil Huda

হাদিছের আলোকে তিনজন থাকলেই তাদের একজন নেতা থাকার কথা। অথচ এদের কোন নেতা নাই। এদের কি তিনজন লোকও নাই ? জত সব ভন্ড জীহাদী।

Like · Edit · 3 hours ago

Rimil Huda

সোহাগ আহমেদআমারে মুশরিক বলার ভার আল্লাহর কাছে দিলাম

Like · Edit · 3 hours ago

সোহাগ আহমেদ

আমার নেতা মোল্লা ওমর (হাফিজুল্লাহ) ওসামা বিন লাদেন আইমান আল জাওয়াহিরি,ওমর আল বাগদাদি

Like · 2 hours ago

Rimil Huda

এখন আসল ভন্ডামি প্রকাশ পাইলো। এরা তোমারে বায়াত দেয় নাই, তাইলে নেতা কেম্নে হইলো ? ঈহাই তোমাদের আসল চেহারা। আনুগত্য ছাড়া নেতা হয় না আগেই কইছি। হজ্রত ওমরের (রা) বক্তব্য। সোহাগ আহমেদ

Edited · Like · Edit · 2 hours ago

সোহাগ আহমেদ

বায়াত ছাড়া নেতা হয় না এইতা কই লেখা আছে ছাগুর বাচ্চ? মুহাম্মাদ (সঃ) তাইলে তর নেতা হইল কেমনে?

Like · 1 person · 2 hours ago

Rimil Huda

সোহাগ আহমেদ রাসুল কিভাবে নেতা হইলো আর মোল্লা কিভাবে তোমার নেতা না। ঐটা কুরআনে লেখা আছে। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ রাসূলের আনুগত্য শ্র্তহীন মোল্লা ওমরের নয় কোন সাহাবীর নয় । এখানে মোল্লা ওমার যদি তোমার নেতা হয় তাহলে সে হবে তোমার ُولِي الْأَمْرِ । হায়রে কপাল ! এখন বুঝলাম তোমাদের জিহাদ আসলে কি ? ভন্ডামি কাহাকে বলে !

Like · Edit · 1 hour ago

Rimil Huda

আগেই বলেছি নেতৃত্বের বেপারে আনুগত্য হল শর্ত। মোল্লা ওমরের কর্মী হলে সরাসরি তার অথবা তার কোন প্রতিনিধির আনুগত্য করতে হবে। সেটা যদি সম্ভব না হয় তাহলে ? রাসুল (স) বলেছেন, মরুভূমীতে তিনজন লোক থাকলে একজন নেতা বানাতে। ( আবু দাউদ) কিন্তু তোমরা তো কোনটাই কর্ছ না। তোমাদের কী তিনজন লোকও নাই ? তোমরা যা করছ তা ভন্ডামি , স্রেফ ভন্ডামি। সোহাগ আহমেদ

Like · Edit · 36 minutes ago

বিষয়: বিবিধ

১২৮৪ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

194875
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:০৬
নূর আল আমিন লিখেছেন : আপনিই ফেইসবুকের রিমিল হুদা ভাই
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৫
146681
পদ্ম পাতা লিখেছেন : হ;Winking
194878
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:০৯
মেঘ ভাঙা রোদ লিখেছেন : আল্লাহ ছাড়া কারও বিধান দেবার ক্ষমতা নেই
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৫
146683
পদ্ম পাতা লিখেছেন : হ
194905
১৯ মার্চ ২০১৪ রাত ০৮:৪১
শিশির ভেজা ভোর লিখেছেন : কোথা থেকে কি তুলে দিলেন কিছুই তো মালুম হৈতেছে না।
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৭
146684
পদ্ম পাতা লিখেছেন : একটা ফেসবুক বিতক
২৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:২৮
146685
পদ্ম পাতা লিখেছেন : একটা ফেসবুক debate. মালুম হবে।
195147
২০ মার্চ ২০১৪ দুপুর ০১:১২
টুটুল মাহমুদ লিখেছেন : Crying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File