সিঁধেল চুরি
লিখেছেন লিখেছেন তৌহিদুল ইসলাম তানিন ১৯ মার্চ, ২০১৪, ০৭:১২:৫৮ সন্ধ্যা
মননের প্রতি পরতে, দৃশ্যমান গভীর অমানিশা
ঝাঁঝরা হয়ে আজ, গুলবাগের যত স্বপন-আশা
নিকষ কালো মনে, জাগেনা তো চাঁদের কিরন
ঘুনপোকারা কেড়ে নিচ্ছে, সুখের যত আস্তরন
.
দুখের বাণে বিদ্ধ হলাম, ভয়াল প্রলয়ঙ্করী ঝড়ে
রিক্ত হস্তে দাঁড়িয়ে, সিঁধেল চোরের হাতে পড়ে
আসমান জুড়ে অদ্যবদি, কালো মেঘের ঘনঘটা
চাতক চোখে বসে, যদি-বা পাই একটি ফোঁটা
.
বন বীথিকা নদী শুষ্ক হয়ে, হয়েছে গড়ের মাঠ
আলো বাগে-চাঁদোয়া জীবনে, রক্তিম দুখের হাট
প্রাণের আওয়াজ পালিয়ে গেছে, হয়ে দিশাহীন
নেত্রতটে সুবিমল জমিন, আহাজারিতে বিলীন
.
দূরান্তের পথ হয়নি অর্জন, সমূহ ঘুর্নির লালিতে
গলিত হিমবাহ ডুববে সহসা, ঘন মরুর বালিতে
মিছে নাটকের মঞ্চে, বুক চাপড়ে সাচ্চা নরাধম
ক্ষুরধারে সঁপে আছি, প্রীত ও বন্ধনের রাঙ্গা ভ্রম
.
বঞ্চনার আল্পনা আঁটা, সকাল-সাঁঝে স্পষ্ট হয়ে
নির্বোধ হাতে বধ সুপ্ত মাধুরী, বহু যাতনা সয়ে
কালো পথ মাড়িয়েও, টুঁটেনা আমরন নিরবতা
খুন মেশানো মাঞ্জিলে হাসে ঐ, উন্মত্ত বর্বরতা
.
আত্মা বিকল হয়েছে, দেহতরী হারিয়েছে হিম্মাত
ছিন্ন হয়না তবু যে, বিষাদের সে আগল-জুলমাত
নীলিমায় অজানা সুরে, ভাসছে কান্নার প্রতিধ্বনি
ধোঁয়াবতী কুয়াশার ভীড়েও, মত্ততা পিঁছু ছাড়েনি
_________________________________________
রচনাকালঃ ০২.০২.২০১৪ ঈসায়ী
[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ http://www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্ যেকোন সময় পাবেন ]
বিষয়: বিবিধ
১০০৯ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ, ভাইয়া।
গলিত হিমবাহ ডুববে সহসা, ঘন মরুর বালিতে
মিছে নাটকের মঞ্চে, বুক চাপড়ে সাচ্চা নরাধম
ক্ষুরধারে সঁপে আছি, প্রীত ও বন্ধনের রাঙ্গা ভ্রম
লেখনিতে চমৎকার হাত আপনার। জানি আপনিই পারবেন। চালিয়ে যান।
পড়ার ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ।
যাজাকুমুল্লাহু খাইরান
তবে আমার ধারনা কবিতা সুন্দর হয়েছে যদি একটু ভাবানুবাদ করে দিতেন তবে হৃদয়টা প্রশান্ত হতো।
মাশাআল্লাহ...
আলহামদুলিল্লাহ্!
মন্তব্য করতে লগইন করুন