''সালাম দেয়া''
লিখেছেন লিখেছেন মামুন আব্দুল্লাহ ১২ মার্চ, ২০১৪, ০৫:৪২:৪২ বিকাল
সালাম আনে আন্তরিকতা সবার মাঝে ভাই
ঝগড়া বিবাদ হলে পরে সালাম যে দেয় আগে,
তাহার ওপর আল্লাহর রহমত দ্রুত চলে আসে!
সালাম দিলে সওয়াব পাবে সেই নীতিতে দাও
ছোট বড়ো নেই ভেদাভেদ অপেক্ষা কেন তাই ?
সালাম আনে শান্তির বার্তা মুসলমানের ওপর !
ধনী গরীব সালাম দিলে বাড়ে কদর আরো
একে থেকে অন্যদের দূর্রত্ব কমে আসে
সালাম দেয়া নবীর সুন্নত মুসলমানের কাজ
সালাম দেয়া অভ্যাস হলে সমাজ হবে ভালো
থাকবে নাকো হিংসা জুলুম সবাই চলবে মিলে
যে দেয় আগে সালাম সম্মান বাড়ে তার
সালাম দিলে সবার মাঝে শান্তি আসবে ফিরে
তবে কেন সামাল বিমূখ মানুষগুলো ঘুরে ?
বিষয়: বিবিধ
১০৩৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হাদীসে কুদসিতে আছে,যে ব্যাক্তি পৃথিবীর ভিতর আগে আগে সালাম দিবে সে বেহেশতের ভিতর সুন্দর এবং সম্মানজনক একখানা কুরসি(আসন/চেয়ার) পাবেন।
মন্তব্য করতে লগইন করুন