

মেঘনার অত্যাচারে বিলীন হওয়ার পথে রামগতি কমলনগরের পশ্চিমাংশ।

(ছবি ব্লগ)
লিখেছেন লিখেছেন নিমু মাহবুব ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৮:২৪:৪৪ রাত

মেঘনার ভাঙ্গনে সব হারিয়ে বৃদ্ধের বুকের ভিতরও ফেটে গেছে মাটির মত এই রকম। কেমন করে সে দেখাবে তা। 

এইভাবেই তলিয়ে যাচ্ছে সব কিছু। 
শেষ সম্ভল টুকু বাঁচানোর আপ্রাণ চেষ্ঠা। গাছগাছালি কেটে নিয়ে যাচ্ছে ভাঙ্গনের আগে।
উজাড় হওয়া জনপদের একাংশ।
বর্ষা পেরিয়ে গেছে অনেক আগে। তবুও ভাঙছে মেঘনা। 
ভেসে যাওয়া বসতবাড়ি খসে পড়া ইটের সাথে নারিকেল গাছের করুন পরিণতি।
ছবি সূত্র
বিষয়: বিবিধ
১২৩৬ বার পঠিত, ৮ টি মন্তব্য





































পাঠকের মন্তব্য:
দুঃখজনক।
তাই হয়না উন্নতি।
মন্তব্য করতে লগইন করুন