‘পেটে বাচ্চা আছে, আমাকে মাইরেন না’ (হায়রে মানবতা!!!)

লিখেছেন লিখেছেন বাংলার দামাল সন্তান ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ১০:০৭:১৫ সকাল



‘আমার পেটে বাচ্চা আছে,আমাকে মাইরেন না ভাই। আমার কাছে কিছু নাই। আমাকে জীবন ভিক্ষা দেন ভাই, আমি আর বস্তিতেই থাকবো না।

রাজধানীর ভাষানটেক বস্তিতে যে ৩ নারী পাশবিক নির্যাতনের শিকার হয়েছেন তার মধ্যে একজন ছিলেন অন্তঃসত্তা। নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে এভাবেই আর্তনাদ করেছিলেন তারা।

কিন্তু পাষণ্ডরা তাদের সেই আর্তনাদ না শুনে মধ্যযুগীয় কায়দায় নির্মম নির্যাতন চালায়। ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে তাদের গোপনাঙ্গে আঘাত করে থেঁতলে দেয়া হয়।

কথাগুলো বলছিলেন, নির্যাতনের শিকার ওই তিন নারীর খালা। সেই সঙ্গে তাকেও নির্যাতন করা হয়।

নির্যাতিতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ওসিসিতে ভর্তি করা হয়েছে। বাকিদের কুমিল্লা মেডিকেল কলেজে ভর্তি করা হয়।

ওই নারী জানায়, গত মঙ্গলবার মামুন ও তার লোকজন নারী-পুরুষসহ তাদের পরিবারের ৯ জনকে ধরে নিয়ে যায়। প্রথমে মঙ্গলবার সকালে সুবেলকে ধরে নিয়ে যায়।

পরে সন্ধ্যার দিকে বাকিদের নিয়ে যায়। সবাইকে তারা রশি দিয়ে বেঁধে লোহার রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে রাতে নারীদের সবাইকে উলঙ্গ করে মোবাইল দিয়ে ভিডিও চিত্র ধারণ করে।

এদের মধ্যে ছয় মাসের অন্তঃসত্তা এক নারীসহ সবাইকে উলঙ্গ করে ক্রিকেটের স্ট্যাম্প দিয়ে গোপনাঙ্গে আঘাত করে। তাদের নিষ্পেষিত নির্যাতনে কাতর হয়ে পিপাসার পানিটুকু চেয়ে পাইনি তারা। পরে রাত ১১টার দিকে মামুনের ভাই জহিরে এসে তাদের উদ্ধার করে।

বস্তির বাসিন্দা নূরজাহান জানান, তাদের চিৎকার শোনার পর আমি ওই ঘরে যাওয়ার চেষ্টা করলে তারা আমাকে তাড়িয়ে দেয়। তাদের ওপর অকথ্য নির্যাতন করা হয়েছে। আমরা এর বিচার ও শাস্তি চাই।

ঘটনার তিন দিন পর গত শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে নির্যাতনের শিকার এক তরুণীর মা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে এবং একটি মামলা দায়ের করেন। পরে ঘটনার সঙ্গে জড়িত বাবুল, ল্যাংড়া বাদল ও কুদ্দুস নামে তিন জনকে আটক করা হয়।

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178813
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১২
মোহাম্মদ ওমর ফারুক ডেফোডিলস লিখেছেন : কি নির্মম সাংঘাতিকরে বাবা!
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৩
131831
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
178815
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১৭
হতভাগা লিখেছেন : ভালো লাগলো , ধন্যবাদ ।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
131863
বাংলার দামাল সন্তান লিখেছেন : আপনাকেও ধন্যবাদ
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
131917
আহমদ মুসা লিখেছেন : গতকাল ফেইসবুকে এই নিউজটি পড়েছিলাম। নিউজের বর্ণনা দেখে অনুমান করছি ঘটনাটি সত্য হতে পারে। তবে এই ঘটনার সাথে যে ছবিটা দেয়া হয়েছে তা আমার কাছে ফেইক মনে হয়েছে। আগুনের উল্কা এবং ছবিতে পোজ দেয়া লোকগুলোর পজিশন দেখে বুঝার উপায় নেই যে, এটি কোন নাটক সিনেমা থেকে নেয়া হয়েছে নাকি বাস্তব ঘটনার স্বচিত্র কোন ছবি?
178820
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৫
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : এটা কি পড়লাম। এটা নির্মম, নৃশংসতা... কিন্ত হায় এদের ধরার জন্য চিরুনী অভিযান হবে না।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৪
131864
বাংলার দামাল সন্তান লিখেছেন : না হবে না, কারণ এরা তো আর মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি না!
178827
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৩
সিটিজি৪বিডি লিখেছেন : দেশে তো ভাই গুন্ডাদের দাপট বেড়ে গেছে। অপরাধীদেরকে উপযুক্ত শাস্তি দেয়া হোক।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
131865
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাংলাদেশের সাধারন মানুষ মরলে কোন বিচার নাই।
178829
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : শুনেছি ধর্ষণও নাকি করেছে নরপশুরা
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
131866
বাংলার দামাল সন্তান লিখেছেন : আমিও শুনেছি, ধন্যবাদ
178835
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:০৩
ইমরান ভাই লিখেছেন : কঠর ভাষা ব্যাবহার করলে তো সমস্যা তাই ব্যাবহার করলাম না।

এগুলো শকুনকে সরকারের কি করা উচিত তা সবাই জানে। এখন সরকারকে বুঝতে হবে।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৫
131867
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ।
178836
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১৩
প্রবাসী আশরাফ লিখেছেন : এইটা কি সংবাদ পড়লাম... Surprised অত্যাচারের বর্ননা পড়ে তো মনে হচ্ছে মধ্যেযুগীয় অত্যাচারও হার মানবে...আল্লাহর লানত পরুক অত্যাচারীদের উপর...

সংবাদের সুত্র দিলে ভাল হতো...
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২৬
131873
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ
178866
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১১
সিকদারর লিখেছেন : হে আল্লাহ তোমার সেই ইমাম মাহদিকে তাড়াতাড়ি প্রেরণ কর। তার নেতৃত্বে আমরা জেহাদ করতে চাই । পৃথিবীর এই রকম সব জালীমদের উচিৎ শিক্ষা দিতে চাই।
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৯
131905
বাংলার দামাল সন্তান লিখেছেন : মহান আল্লাহ আপনার মনের বাসনা পুরণ করুন, আমীন।
178885
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:০৪
আহমদ মুসা লিখেছেন : গতকাল ফেইসবুকে এই নিউজটি পড়েছিলাম। নিউজের বর্ণনা দেখে অনুমান করছি ঘটনাটি সত্য হতে পারে। তবে এই ঘটনার সাথে যে ছবিটা দেয়া হয়েছে তা আমার কাছে ফেইক মনে হয়েছে। আগুনের উল্কা এবং ছবিতে পোজ দেয়া লোকগুলোর পজিশন দেখে বুঝার উপায় নেই যে, এটি কোন নাটক সিনেমা থেকে নেয়া হয়েছে নাকি বাস্তব ঘটনার স্বচিত্র কোন ছবি?
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০০
131962
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে
১০
178906
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:৫৭
অজানা পথিক লিখেছেন : ঘটনাটার লিংক প্লিজ
১১
178935
১৮ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:০১
বাংলার দামাল সন্তান লিখেছেন : লিঙ্কটা আমার কাছে নাই, এইটা ওখানকার একজন ব্যক্তির বর্ণনা।
১২
179036
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আহারে ,,,হায়রে মানবতা!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File