সাদাসিধে ফিল্টার

লিখেছেন লিখেছেন সাদাসিধে ঝুলিওয়ালা ১৮ ফেব্রুয়ারি, ২০১৪, ০৯:২৯:৩৫ সকাল



জাফর স্যারের "তোমরা যারা শিবির করো" নামক একটি লেখার প্রতিক্রিয়া এবং প্রতিবাদ জানাতে গিয়ে তানভীর আহমেদ আরজেল নামক এক ব্লগার ইটের জবাব পাটকেল দিয়ে দেয়ার জন্য ঐ একই আঙ্গিকে সম্পূর্ণ বিপরীতমুখী একটি লেখা লিখেছিলেন জাফর স্যার এবং উনার ভক্তদের উদ্দেশ্যে। আরজেল ভাইকে যারা ফলো করেন তারা হয়তো জানেন যে পরবর্তীতে স্যারের অতি উৎসাহিত মুখোশধারী ভক্তরা আরজেল ভাইকে আক্রমণ করেছিল। তিনি কিছুদিন হাসপাতালেও ছিলেন। কিন্তু তা ফলাও করে প্রচার করেনি কোনও মিডিয়া। (যদিও আসিফ মহিউদ্দীনের বেলায় পুরো উল্টো ঘটেছিল। সে মোটামুটি ফ্রন্ট পেইজেই ছিল)।

যাই হোক। জাফর স্যার আজকাল ধ্রোন নিয়ে বিশেষ ব্যস্ত থাকা স্বত্বেও সবাইকে এক অলৌকিক ফিল্টারের কেচ্ছা শুনাচ্ছেন। তাই আমি অতি উৎসাহিত হয়ে স্যারের ঐ অলৌকিক ফিল্টারকে চ্যালেঞ্জ করার জন্য আমার নিজস্ব একটি ফিল্টার তৈরী করলাম। আশা করি আমাকে স্যারের কোনও উৎসাহী ভক্ত এ্যাটাক করবেনা।

অজ্ঞাত কারণবশতঃ ফিল্টারে প্রথমেই স্যারকে ঢুকানো হলো। কিন্তু শেষ খবর পাওয়া পর্যন্ত স্যার এখনও বেরিয়ে আসতে সক্ষম হননি।

বিষয়: বিবিধ

১২৩৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

178809
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪০
মিষ্টি স্বপ্ন আরিফ লিখেছেন : ডায়াগ্রামটা কিন্তু হেভ্ভি হইছে। Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৫৬
131828
সাদাসিধে ঝুলিওয়ালা লিখেছেন : ধন্যবাদ Happy
178812
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:১০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ডায়াগ্রাম টা সঠিক!
ধন্যবাদ আপনাকে।
জনাব স্যার এর ড্রোন একশ গজের আগেই ভুপাতিত হয়েছে।
178822
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৩১
হতভাগা লিখেছেন : জামায়াতি ফিল্টার
178830
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৫৭
শিশির ভেজা ভোর লিখেছেন : ওয়াও জটিল ফিল্টার দেখি
178842
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২২
বাংলার দামাল সন্তান লিখেছেন : বাক্কা ভালা অইছে, চালাই যাও মিয়া, আমীলীগের হোলারা যদি দেখে তোরে হাসি দিব।
178854
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪১
বেআক্কেল লিখেছেন : আন্নেরে আমার পক্ষ থেকে নো-বেল পুরষ্কার ঘোষনা করলাম। দারুন মাতিয়েছেন।
178859
১৮ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৪৮
মাজহার১৩ লিখেছেন : ধন্যবাদ, ফিল্টারের জন্য।
আপনার মত ভালো না হলেও আমার একটা আছে।
Click this link
178891
১৮ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২৬
সত্য নির্বাক কেন লিখেছেন :
যে কোন দেশে যুদ্ধ লাগলে কয়েক ধরনের লোক পাওয়া যায়..........
তাদের একদল সাহসী লম্পট লোটেরা সুযোগ সন্ধানী.........
আরেক দল ভীরু কাপুরুষ যারা পালিয়ে যায়............
আমাদের ৭১ এ যারা এ দু দলের অন্তর্ভুক্ত ছিল বর্তমানে তারা আওয়ামী লীগ.........
এরা কেও ভারত পালিয়ে গিয়ে মদ আর নারী নিয়ে মওজ ফুর্তি করেছে.......
আর দেশে যারা ছিল তারা হিন্দু , বিহারী বাঙ্গালী অবাঙ্গালী সবার বাড়ী ঘর দুকান পাট লোট করেছে........
এরা না বীর মুক্তি যুদ্ধা না সাহসী ভাল মানুষ.........
যতসব চামারের দল দেশ প্রেমহীন চাটার দল চেতনার ব্যবসা করে...... তোদের এই চেতনার গুষ্টি কিলায়.........

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File