পৃথিবী (৯): সংশয়হীন
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩৭:৫৩ রাত
ধ্রিম করে দরজা ভেঙ্গে ঢুকে পড়ল পুলিশের দল। সাথে এলাকার ছাত্রলীগের কয়েক গুন্ডা। কিছু বুঝে উঠার আগেই পায়ে গুলি করল। মনে হল নীল আকাশ থেকে কোন এক নীল সমুদ্রে পড়ে গেলাম। ডুবে যাচ্ছি। অতলে যাওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়লাম।
*
ঘুম ভাঙতেই দেখি আমি এক দ্বীপে একাকী। শূন্যতায় মুগ্ধতা আসছে আমার। হটাত সাগরের নীল তিমির ভেঙ্গে রক্তরাঙ্গা অঙ্গার ভেসে উঠল। সাগর ভেঙ্গে কি লাভা বেরিয়ে আসছে?
ভয়ে চোখ খুলতেই দেখি আমার পায়ে লোহার শিক ঢুকিয়ে দিয়েছে। আরেক পায়ে করেছে গুলি তখন ই। বাংলাদেশ নামের হীরক রাজ্যে ডিবি অফিসে এভাবে জিজ্ঞাসাবাদের নিয়ম বাতলিয়ে দিয়েছে গণতন্ত্রের মানসকন্যা শেখ হাসিনা ওয়াজেদ- এর সাগরেদরা।
আমি তীব্র ব্যথায় আবার তলিয়ে গেলাম। অনেক গভীরে।
*
তোমার নাম কি?
আমি বললাম, জানিনা। অপরুপা মেয়েটিকে বললাম, 'আমরা কোথায়? তুমি ই বা কে?'
'আমার নাম সাদিয়া। আমাকে ওরা কুপিয়ে মেরেছে।'
'কারা?'
'যারা তোমাকে নির্যাতন করছে।'
'আমার তো মনে পরছে না!'
তোমার হাত, পা দেখ?'
আমি অবাক বিস্ময়ে আলোর ঝলকানি দেখলাম আমার দুই হাত আর পায়ে।
'আচ্ছা সাদিয়া, এ দ্বীপের নাম কি?'
'জানিনা; এত সুন্দর শ্বেত শুভ্র দ্বীপে থাকার সুযোগ পেয়েই খুশি আছি; আর কিছু জানার প্রয়োজন নেই।'
'এখানে কি শুধু আমরা দুজন ই আছি? নাকি আরও অনেকে আছে?'
'অনেকে ই আছে; সবাই আনন্দ করছে। তোমার কি আনন্দ হচ্ছে না?'
আমার একটি সন্দেহ হল! আসলে কি ঘটছে আমার চারপাশে?
সাদিয়া বলল ভ্রু কুচকিয়ে, 'তুমি এত ভাবছ কেন? এখানে সংশয়বাদীদের থাকা অনর্থক!
আর তখন ই এক আশ্চর্জ শক্তি আমাকে টেনে আকাশে নিয়ে গেল - ভয়ে চোখ বন্ধ করে ফেললাম।
*
চোখ খুলেই বুঝলাম বাংলাদেশ নামক কারাগারের আইন-ধারকেরা আমার দুই হাতে গুলি করেছে। দুই হাত ঝুলে পড়েছে -- পিস্তলধারীরা হাসছে বিকটভাবে। আরও গুলির শব্দ শুনলাম। শব্দ চলতেই থাকল। আমি কি একটু হাসলাম? ওদের দিকেই তাকিয়ে থাকলাম! কেন জানি ওদের জন্য করুণা হল! আশ্চর্য ব্যাপার! কোন ব্যথা অনুভবের আগেই আবার আকাশ থেকে পড়ে গেলাম নীল সাগরে।
ডুবে যাচ্ছি।
কেউ হাত ধরল।
কি সুন্দর মায়া চোখে সে আমার দিকে তাকিয়ে।
সাগর পাড়ে তুলে নিল।
আগের মেয়েটি কি আরো সুন্দর হয়েছে?
'তুমি কি সাদিয়া?'
হুম।
এ অনিন্দ্য-সুন্দর দ্বীপে এক অনিন্দ্য-সুন্দরী মেয়ে আমার পাশে রয়েছে।
আমার মনে হল: আমার আর কোন সংশয় সন্দেহ নেই।
ও মনে হয় আমার মনের কথা ধরতে পেরেছে।
ওর চোখের হাসি তাই ই বলল।
আমার মনে হল: আমি এখানেই থাকতে চাই।
চিরকাল।
বিষয়: বিবিধ
১৭০৭ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন