সংগ্রামী সাথীরা
লিখেছেন লিখেছেন ম রণতরী খান ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১২:৩৭:৪২ রাত
আমার এখানে যখন ভোর বাংলাদেশে তখন দুপুরের পথে।ঘুম থেকে জেগে ভয়ে ভয়ে ইন্টারেটে আসি।এই বুঝি কোনো ভাইয়ের শাহাদাতের খবর পেলাম।একটি ভাই হারানোর খবর পাই আর চোখ দিয়ে পানি ঝরে।এ কষ্ট কাউকে বুঝানো যাবে না।বুকটা ফেটে যায়।মাবুদের কাছে বলি- হে আল্লাহ আর কত রক্ত গেলে তুমি বাংলাদেশকে তোমার দ্বীনের জন্য কবুল করবা?
আমার আর ক’টা ভাই পঙ্গুত্ব বরণ করবে. আর কত বোন লাঞ্ছিত হবে? হে মাবুদ তুমি আমাদের দ্বীনের পথে থাকার সাহস ও ধৈর্য্য দাও।বাতিলরা হয়তো জানেনা-আমাদের এ চলার পথ কখনো শেষ হওয়ার নয়।আমাদের চূড়ান্ত মনজিলে মকসুদ জান্নাতুল ফেরদাউস।
আপসোস যদি ওরা এটা বুঝতে পারতো-তাহলে একটা শিবির গড়ার বদৌলতে পুরো জীবন কাটিয়ে দিতে রাজি হতো আমি নিশ্চিত।ওদের হেদায়েতের জন্যও আল্লাহর দরবারে দোয়া করছি।
বিষয়: বিবিধ
১৩০৭ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন