আশার আলো
লিখেছেন লিখেছেন ম রণতরী খান ১৩ ফেব্রুয়ারি, ২০১৫, ১১:১২:৪৭ রাত
বাংলাদেশের রাজনীতিতে এরশাদ নামক চরিত্রটি নানাভাবে মানুষকে বিনোদিত করেছে।এরশাদ-রওশন, এরশাদ-বিদিশা, এরশাদ-মুন্নীসাহা।এরশাদ-উত্তরার গণভবন, এরশাদ-গলফ খেলা ইত্যাদি।বয়সের কারণে এরশাদ আজ রাজনীতিতে ব্রাত্য ও অক্ষম।মানুষ তাই বহুদিন ধরে এরশাদীয় বিনোদন থেকে বঞ্চিত।
তবে আশার কথা হচ্ছে-বাংলার রাজনীতির আকাশে আর একজন এরশাদের দেখা মিলেছে।তার নাম তথ্য বাবা জয়।ইতোমধ্যেই তিনি রাজনৈতিক জোকার হিসেবে এরশাদকেও ছাড়িয়ে যাবার ইঙ্গিত দিয়েছেন।
অপেক্ষায় আছি আশু ভবিষ্যতে এই অটিস্টিক বিজ্ঞানী দেশের মানুষের সামনে কি জোকস নিয়ে হাজির হোন তা দেখার জন্য।দোয়া করি তিনি যেন জনপ্রিয়তায় মৃত কৌতুক অভিনেতা দিলদারকেও ছাড়িয়ে যান।
বিষয়: বিবিধ
১০৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন