শিবিরের জন্য ভালবাসা
লিখেছেন লিখেছেন ড: মনজুর আশরাফ ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৪:৩৯ বিকাল
- এক -
আহারে,
অসহায় নির্যাতিত ভাইদের জন্য স্বয়ং পরম করুনাময়ের স্বাক্ষ্য!
কত বাস্তব চিত্র!
চোখ কি ভিজে আসে না?
ভাইদের আর কষ্ট কিসে?
-----------
১.) কসম মজবুত দুর্গ বিশিষ্ট আকাশের
২.) এবং সেই দিনের যার ওয়াদা করা হয়েছে
৩.) আর যে দেখে তার এবং সেই জিনিসের যা দেখা যায়।
৪.) মারা পড়েছে গর্তওয়ালারা যে গর্তে দাউ দাউ করে জ্বলা জ্বালানীর আগুন ছিল,
৫.) যখন তারা সেই গর্তের কিনারে বসেছিল
৬.) এবং ঈমানদারদের সাথে
৭.) তারা সবকিছু করছিল তা দেখছিল।
৮.) ওই ঈমানদারদের সাথে তাদের শত্রুতার এছাড়া আর কোন কারণ ছিল না যে, তারা সেই আল্লাহর প্রতি ঈমান এনেছিল
৯.) যিনি মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজেই প্রশংসিত, যিনি আকাশ ও পৃথিবীর রাজত্বের অধিকারী। আর সে আল্লাহ সবকিছু দেখছেন।
১০.) যারা মু’মিন পুরুষ ও নারীদের ওপর জুলুম-নিপীড়ন চালিয়েছে, তারপর তা থেকে তওবা করেনি, নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জাহান্নামের আযাব এবং জ্বালা-পোড়ার শাস্তি।
১১.) যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে নিশ্চিতভাবেই তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝরণাধারা। এটিই বড় সাফল্য।
১২.) আসলে তোমার রবের পাকড়াও বড় শক্ত।
(সুরা বুরূজ)
-দুই -
হে শহীদেরা
অক্ষয় অবিনাশী আত্মার পাখিরা
ভাইদের দোয়া কর ;
জান্নাতে আনন্দে মেতে থাক!
(শিবিরের জন্য ভালবাসা
বিষয়: বিবিধ
২৩২৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন