ব্রেকিং নিউজ- বাংলানিউজের জনমত জরিপের ফলাফলে নজিরবিহীন জালিয়াতি ধরা খাওয়ার প্রমাণ

লিখেছেন লিখেছেন হাসান ০৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৪৫:৫৪ বিকাল



আলহামদুলিল্লাহ- ফলাফলে জালিয়াতি ঠেকাতে আপডেট কাজে লাগল: আলহামদুলিল্লাহ- ফলাফলে জালিয়াতি ঠেকাতে আপডেট কাজে লাগল। সম্ভবত শয়তানও এতটা অসথ নয়। শয়তানেরও একটা নীতি থাকে। এদের পক্ষেই সম্ভব আব্দুল কাদের মোল্লাকে কাদের কসাই সাজানো।





ছি, ছি, ছি, হাজার হাজার অনলাইন পাঠকের চোখের সামনে দিনে দুপুরে ডাকাতি করলো বাংলানিউজ২৪. এমন মিথ্যাচারের মাধ্যমেই ওরা ইসলামের গতি রুদ্ধ করতে চায়। সত্য দিয়েই মিথ্যাকে প্রতিহত করা হবে ইনশাআল্লাহ।



সব চেয়ে মজার ব্যাপার হলো ব্লগ আসার পর প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া যা ইচ্ছা তাই করতে পারে না।

আগে এই ২ মিডিয়া নিয়ন্ত্রন করত মিডিয়া এখন এদের নিয়ন্ত্রন করবে অনলাইন এক্টিভিস্টরা।

সাম্প্রতিক সময়ে দেখা গেছে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া কোন হলুদ সাংবাদিকতার আশ্রয় নিলে তা বিচক্ষণ ব্লগারদের নজর এড়াতে পারেনি। ফলে হলুদ সাংবাদিকতার জন্য ব্লগারদের কলমের আঁচড়ে নাস্তাবুদ হতে হচ্ছে এসব মিডিয়াকে।




হলুদ সাংবাদিকতার দিন শেষ,

তরুণ প্রজন্ম ও ব্লগের বাংলাদেশ






শাহবাগের কতিপয় বিভ্রান্তের সাথে এদেশের সংখ্যাগরিষ্ট তরুণ প্রজন্মের চাওয়া পাওয়া ও বিশ্বাসের কোন সম্পর্ক নেই

বিষয়: বিবিধ

১১৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File