ছন্দে ছন্দে আল কুরআন-৪

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৫ জানুয়ারি, ২০১৩, ০৮:৪৬:৪৮ রাত

ঈসা ইবনে মারিয়াম(আঃ)

--------------------------------------

মারিয়াম ছিল ইবাদাত গৃহে প্রার্থনারতা হয়ে,

ফেরেশতা এলো তার কাছে এক শুভ সংবাদ লয়ে।

"হে মারিয়াম মনোনীত তুমি, আরো হলে তুমি পাক,

দুই জাহানের নেত্রী তুমি, তব গ্লানী মুছে যাক।"

.

মারিয়াম বলে," আশ্রয় চাই ওগো প্রভু দয়াময়।

কে তুমি মানব? কেন দেখাও আমায় এ হেন ভয়?"

ফেরেশতা বলে,"মানুষ নই, আমি রবের দূত,

তোমার গর্ভে আসবে এক সন্তান অতি পূত।"

.

"বলছো কি তুমি? ছেলে হবে মোর? কেমনে এ কথা সই?

কোন পুরুষ ছোঁয়নিতো মোরে, ব্যভিচারিণীও নই।"

"মারিয়াম তুমি অনূগত থাকো, অবনত তুমি হও,

রক্ষা করবেন তিনিই তোমায়, নির্ভয় তুমি রও"

.

অন্তঃসত্ত্বা জননী গেল নির্জন এক স্হানে,

শংকিত হয়ে ডাকে,"প্রভু! মেরে ফেলো মোরে প্রাণে।"

তার কোলে সেথা জন্ম নিল পিতাহীন শিশু ঈসা,

নয়ন জুড়ালো চাঁদমুখ দেখে, কেটে গেল বুঝি নিশা।

.

কম্পিত পায়ে কুমারীমাতা চলে লোকালয় পানে,

কি আছে আজ দূর্ভোগ তার, সেই কথা কে জানে?

প্রশ্নবাণে জর্জরিত মারিয়াম নির্বাক!!!

কোলের শিশু ঘোষনা করল,"মা আমার অতি পাক।

.

বান্দা আমি মহান রবের,করেছেন মোরে নবী,

কিতাব সহ সম্মান দিলেন, মেনে নাও আজ সব-ই।

রবের হুকুম পালন করে বিনয়ী আমি রব,

মায়ের হক আদায় করে নিরহংকারী হব।

.

জন্ম নিয়েছি, চলে যাব, আমি আবার জীবিত হব,

শোকরগুজার বান্দা হয়েই এ ধরায় আমি রব।"

কোলের শিশুর সাক্ষ্য পেয়ে মাতা পেল নিস্তার,

এ হলো ঈসার জন্মকথা সন্দেহ নেই আর।

.

[আলে ইমরান: আয়াত নং-৪২ ও ৪৩

মারিয়াম: আয়াত নং- ১৬ থেকে ৩৪]


আল যিলযাল এখানে

বিষয়: বিবিধ

২৯৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File