ছন্দে ছন্দে আল কুরআন-১০

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ২৪ মার্চ, ২০১৩, ০৫:৫৭:৪১ বিকাল

তীনের শপথ

**********************

শপথ করছি তীন এর, আর শপথ যাইতুন এর,

শপথ করছি তূরে সীনিনার, আর এই নিরাপদ নগরের।

সৃজন করেছি মানুষকে আমি সর্বোত্তম রূপে,

কর্মদোষে নামিয়ে দিয়েছি নীম্নতম কূপে।

.

ঈমান এনে সৎকাজ যারা করে,

থাকবে তারা চিরশান্তির ঘরে।

তাদের জন্য অশেষ পুরস্কার,

কমবেনা তা একবিন্দুও আর।

.

হে রাসূল! কোনজন আজ মানছেনা বলো

শেষ দিবসের কথা?

(উদ্ধত স্বরে কথা বলে আজ,

সেদিন অবনত হবে মাথা।)

.

সর্বশ্রেষ্ঠ বিচারক কি নন তোমার মহান রব?

(সঠিক ফায়সালা সেইদিন তিনিই করবেন সব।)

.

বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই।

পরম করুণাময় মেহেরবান আল্লাহ্‌র নামে শুরু করছি।


সূরার অর্থঃ

১.) তীন ও যায়তূন,

২.) সিনাই পর্বত

৩.) এবং এই নিরাপদ নগরীর (মক্কা) কসম।

৪.) আমি মানুষকে পয়দা করেছি সর্বোত্তম কাঠামোয়।

৫.) তারপর তাকে উল্টো ফিরিয়ে নীচতমদেরও নীচে পৌঁছিয়ে দিয়েছি

৬.) তাদেরকে ছাড়া যারা ঈমান আনে ও সৎকাজ করতে থাকে। কেননা তাদের রয়েছে এমন পুরস্কার যা কোনদিন শেষ হবে না।

৭.) কাজেই (হে নবী!) এরপর পুরস্কার ও শাস্তির ব্যাপারে কে তোমাকে মিথ্যাবাদী বলতে পারে?

৮.) আল্লাহ কি সব শাসকের চাইতে বড় শাসক নন?


[ সূরা আত তীন ]



সূরা আল লাহাব এখানে

বিষয়: বিবিধ

১৮৭০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File