ছন্দে ছন্দে আল কুরআন-৩
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৪ জানুয়ারি, ২০১৩, ০৭:২৫:০০ সন্ধ্যা
প্রকম্পন
**************
পৃথিবী যখন কেঁপে উঠবে ঝাঁকুনি হবে প্রবল,
থরথর করে উঠবে তখন জড় ও জীব সকল।
জমীন হবে শূন্যগর্ভ থাকবেনা কিছু আর,
যত দামীই হোক ধন-সম্পদ বের হবে সব ভার।
.
অবাক হয়ে বলবে সবাই,"হলো কি আজ ধরায় ?"
(মূমীনের কোন পেরেশানী নাই, নয় কম্পিত জরায়।)
জমীন সেদিন প্রকাশ করবে ঘটেছে যা তার বুকে,
ভালো মন্দ সব ঘটনাই বলবে রবের সম্মুখে।
.
রবের আদেশ পালন করতে মুখ খুলবে তার,
(দেখবে মানুষ কি করেছে সে? বলবে কি তখন আর?)
দলে দলে সব হাজির হবে পড়বেনা কেউ বাদ,
আমলনামা দেয়া হবে হাতে থাকবেনা সেথা খাদ।
.
অনু পরিমান ভালো কাজ তব যায়নিকো কভূ ঝরে।
বিন্দু বিন্দু খারাপ কাজও রেখেছি হিসেব করে।
.
[ আল যিলযাল ]
.
.
বিতাড়িত অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
পরম করুণাময় মেহেরবান আল্লাহ্র নামে শুরু করছি ।
১.) যখন পৃথিবীকে প্রবলবেগে ঝাঁকুনি দেয়া হবে।
২.) পৃথিবী তার ভেতরের সমস্ত ভার বাইরে বের করে দেবে।
৩.) আর মানুষ বলবে, এর কি হয়েছে?
৪.) সেদিন সে তার নিজের (ওপর যা কিছু ঘটেছে সেই) সব অবস্থা বর্ণনা করবে।
৫.) কারণ তোমার রব তাকে (এমটি করার) হুকুম দিয়ে থাকবেন।
৬.) সেদিন লোকেরা ভিন্ন ভিন্ন অবস্থায় ফিরে আসবে, যাতে তাদের কৃতকর্ম তাদেরকে দেখানো যায়।
৭.) তারপর যে অতি অল্প পরিমাণ ভালোকাজ করবে সে তা দেখে নেবে
৮.) এবং যে অতি অল্প পরিমাণ খারাপ কাজ করবে সে তা দেখে নেবে।
.
.
সুরা আদ্দুহা এখানে
বিষয়: বিবিধ
১৬১২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন