আলোকের ঝর্ণাধারা-১
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৮ জুন, ২০১৫, ০৬:৪৩:১৯ সন্ধ্যা
(১)
কোন রোজাদারকে যে করায় ইফতার,
সাওয়াব পাবে সে যেমন পাবে ঐ রোজাদার।
আল্লাহ হবেন খুশী,
দেবেন আরও বেশি,
একটুও কমবেনা ঐ রোজাদারের পুরস্কার।
[বায়হাক্বী]
(২)
যদি কোন ব্যক্তি এই রমজান মাসে,
আল্লাহ্র আরও নৈকট্য লাভের আশে,
একটি নফল কাজ
করে নেয় সে আজ।
ফরজের সমান সাওয়াব পাবে সে।
[বায়হাক্বী]
বিষয়: বিবিধ
১২০৪ বার পঠিত, ৫০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ।
আলোকের ঝর্ণাধারা আপু হলো কেমনে
এই পোস্টের মালিক তো ফাতিমাপিপিপি
আমি সাওম পালন করছি
ভাল লাগলো, রামাদান কারিম
মন্তব্য করতে লগইন করুন