আমার মৌলিক অধিকার দাও
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৮ মে, ২০১৫, ০৯:৪৫:৪৩ রাত
আমার ঘরে খাদ্য নাই, সুপেয় পানি নাই ,
আমি রোগে জর্জরিত হয়ে ঔষধ পাইনা,
বোমার আঘাতে যখন আমার মত শত শিশু
যন্ত্রণায় কাতরায় তখন কোন মানবতাবাদী
আমাদের উদ্ধারে এগিয়ে আসেনাতো?
লাশের মিছিল বাড়ছে.......।
কচি শিশুদের রক্তমাখা লাশ
তোমাদের বুকে একটুও কাঁপন ধরায় না?
.
আমি বাঁচতে চাই অন্যসব শিশুদের মত,
যারা মুক্ত বাতাসে বুক ভরে শ্বাস নিতে পারে ।
আমি খেলতে চাই তাদের মত যারা
পৃথিবীর সব কোলাহল এড়িয়ে,
সুস্হ জীবন যাপন করে।
আমি স্কুলে যেতে চাই
আমি সুশিক্ষিত হতে চাই।
.
আমার পরিধেয় মলিন, শতছিন্ন
আমিতো উৎসবে কিংবা প্রয়োজনে
নতুন কোন কাপড় পাইনা।
আমার এই মলিন বসনে আজ রক্তের ছাপ।
এসব দেখে কি তোমাদের চোখের কোনে
একটুও অশ্রু জমেনা?
.
আমি আজ গৃহহারা,
আমার বাসস্হান ওরা
ভেঙ্গে চুরমার করে দিয়েছে ।
আমি রাত কাটাবো কোথায়?
আগামী প্রভাত আমার জীবনে
আসবে কিনা আমি জানিনা।
তবে তোমরা কেন বলেছিলে
এ পৃথিবীকে আমার জন্য
বাসযোগ্য করে দেবে?
.
আমি সাগরে ভাসমান রোহিঙ্গা ,
আমি রক্তাক্ত ফিলিস্তিনী অথবা বিশ্বের
যে কোন প্রান্তের নিপিড়ীত শিশু।
আমার আর্তনাদ কি আজ
বিশ্ব মানবতার কর্ণকুহরে
প্রবেশ করছেনা ........?
.
আমি অন্ন চাই, বস্ত্র চাই
আবাস চাই, সুচিকিৎসা চাই , শিক্ষা চাই,
মানুষের জীবন চাই ,
আমার সব মৌলিক অধিকার
আমায় ফিরিয়ে দাও ।
.
[ইদানীং কিছুই লিখতে ইচ্ছে করে না! এটা পুরনো একটা লেখা! এসবি ব্লগে দিয়েছিলাম।]
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ৫৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপুজি অনেকদিন পরে আসলেন ।
পড়ে ভাল লাগল,তাই ভালো লাগা রেখে গেলাম.......
কিন্তু মুসলিমদের এই অধিকার থাকতে নাই!!!
আপনি কি এখনো শিশু?
উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদ।
এখানে আমিতো এই আমি নই! এখানে আমি হচ্ছে-
আমি সাগরে ভাসমান রোহিঙ্গা ,
আমি রক্তাক্ত ফিলিস্তিনী অথবা বিশ্বের
যে কোন প্রান্তের নিপিড়ীত শিশু।
আমার আর্তনাদ কি আজ
বিশ্ব মানবতার কর্ণকুহরে
প্রবেশ করছেনা ........?
চমৎকার দুয়ার জন্য তোমাকে ধন্যবাদ সাদিয়া।
হুমম....সত্যি কথা! আসলেই মন খারাপ হয়।
ধন্যবাদ আপু ।
বেশ সুন্দর লিখেছ...
"আগামী প্রভাত আমার জীবনে
আসবে কিনা আমি জানিনা।
তবে তোমরা কেন বলেছিলে
এ পৃথিবীকে আমার জন্য
বাসযোগ্য করে দেবে? " (y)
অনেক দিন পরে আপনাকে দেখলাম
আমি ভালো আছি
আপনি কোথায় চলে গেছেন??
ছালসাবিল কে ফাতিমা আপুই ভালো করে চিনে! খুঁজে বের করতেই হবে কে এই ছালসাবিল?
ব্লগে এতো চমৎকার কবিতা খুব কমই পড়েছি। এক কথায় অসাধারণ।
আপনার সমস্যাটা আমারও হচ্ছে। আমি বেশ অনেকদিন ব্লগে ছিলাম না। ফিরলাম যখন আর হাত চলে না। সব পুরনো লেখা, এস.বি.'তে যেগুলো ছিলো, সেগুলো পোস্ট করছি। জানি এই সমস্যার সমাধান কি! দোয়া করবেন আমার জন্যে।
আপনার জন্যেও দোয়া থাকলো।
আমার ব্লগে প্রথম উপস্থিতির জন্য ধন্যবাদ। আশা করছি আপনিও এখন থেকে নিয়মিত হবেন।
আপনাকে ধন্যবাদ। আপনার মতো ব্লগারের উপস্থিতি খুব প্রয়োজন।
মন্তব্য করতে লগইন করুন