টুডে ব্লগের সেই আড্ডাটা(প্যারডি)

লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৬ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৯:৫৬ রাত

টুডে ব্লগের সেই আড্ডাটা

আজ আর নেই আজ আর নেই,

কোথায় হারিয়ে গেল সোনালী আড্ডাগুলো সেই,

আজ আর নেই।

.

মুমতাহিনা প্যারিসে জান্নাত ঢাকাতে

নেই তারা আজ কোন খবরে

সুধা, পাতা, জারামণি , কবিতা হারিয়ে গেল

র'বেনা তারা কি আর এ ঘরে?

কিভাবে কেমন করে জানিনা কোথায় হায়

হারালো যে প্যারিসের সাইফুল,

নেহায়েৎ,ধ্রুবনীল, তানিনটাও আজ আর

হয়নাতো কবিতায় মশগুল।

.

দ্য স্লেভই মনে হয় সবচেয়ে ভালো আছে

যা পায় তা-ই শুধু খেয়ে যায়,

দেশ থেকে ফিরে গিয়ে নিজের জীবনে ফিরে

ভুলে গেছে সবাইকে রোজা হায়!

কবিভাই জোবাইর, আবু আশফাক আর

বাকপ্রবাস কাব্য লিখেনা,

পবিত্র, রাইয়ান, ইমরান ভাই আর

সাদিয়াটা ব্লগে আর আাসেনা।

.

একটা আড্ডাতে অনেকটা সময় নিয়ে

জমজমাট আলোচনা চলত

মজার মজার সব কথা আর গল্প

রুবাইয়া, আরোহী, আফরা বলত।

ক্লাস কিংবা অফিস যেখানেই যে থাকুক

কাজ সেরে ঠিক এসে জুটতাম,

খুনসুটি ঝগড়ায় জমিয়ে আড্ডা মেরে

যার যার সময়েতে উঠতাম ।

.

কবিরাজী চেহারা হাতেতে ষ্টেথো নিয়ে

ভিশু এসে আড্ডায় বসত,

ডাক্তারি না করে ব্লগের সবাইকে নিয়ে

জ্ঞানী জ্ঞানী আলোচনা করত।

হাসি গান খুনসুটি দুষ্টু দুষ্টু কথায়

আওন আর হ্যারি শুধু ঘুরত,

রেহনুমা, সন্ধাতারা শিক্ষণীয় লেখা দিয়ে

ব্লগে এসে বিচরণ করত।

.

কত ব্লগাররা নেই আজ

ব্লগটা তবুও আছে,

পোস্টের জায়গায়ও খালি নেই।

একই সে ব্লগে আজ

এসেছে নতুন ব্লগার

তবু সেই পুরনো অনেকে নেই।

কত নতুন ব্লগার এলো এই টুডে ব্লগেতে

আরও কতজনই হেথা আসবে,

কত রাগ অভিমানে মিলেমিশে সবাই

আবার কতজন হাসবে।

[ ইচ্ছে থাকা স্বত্তেও হারিয়ে যাওয়া অনেকের নাম এই প্যারডিতে আনতে পারিনি.....পারিনি নতুন কোন ব্লগারের নামও আনতে।চেষ্টা করেছিলাম নিয়মিত আরও কয়েকজনের নাম দেয়ার .....কিন্তু পারিনি। আবার লাইন মিলানোর জন্য সিনিয়রদের মধ্যে যারা বর্তমানে নিয়মিত আছেন তাদেরকেও অনিয়মিত করে দিয়েছি। যেমন-ভিশু,আওন আর হ্যারি,রেহনুমা আপা ও সন্ধাতারা আপা। যাদের ব্যাপারে একটু উল্টাপাল্টা হয়ে গেছে এবং যাদের নাম আসেনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম।

আর কিছুদিন পরেই এই ব্লগে আমার দু'বছর পূর্ণ হবে সাথে ব্লগেরও। সবার সাথে হাসি আনন্দে এই সময়টুকু পার করেছি। ব্লগ থেকে পেয়েছি অনেক কিছু। কিন্তু দিতে পারিনি কিছুই। এটা আমার অক্ষমতা। আসন্ন বছরে নতুন উদ্যমে সবাই আবার নতুন করে ব্লগিং শুরু করব....এই প্রত্যাশা করছি।]

বিষয়: বিবিধ

১৭৮৫ বার পঠিত, ৯৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

294990
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৫
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৮
238419
গেঁও বাংলাদেশী লিখেছেন : টুডে ব্লগের ব্যানারটা অনেক আগেই খাইছে এ্যাড। এখন দেখি কমেন্টের মাঝে ও এ্যাড যোগ হইছে। Surprised Surprised Surprised Surprised
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৮
238533
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ গেঁও ভাইHappy
294991
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৪৬
অবাক মুসাফীর লিখেছেন : Happy
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:২৮
238534
ফাতিমা মারিয়াম লিখেছেন : Happy
১৪ জুন ২০১৫ সকাল ০৮:০৪
267839
অবাক মুসাফীর লিখেছেন : আরিব্বাস! আমি এই পোস্টে সেকেণ্ডে কমেন্ট করছিলাম!!
১৪ জুন ২০১৫ সন্ধ্যা ০৭:২৩
267999
ফাতিমা মারিয়াম লিখেছেন : আরে!! তাইতোHappy
294994
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৬
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম........প্রাণপ্রিয় আপুজ্বি। আপনার প্যারডি পড়ে মহান বিজয়ের দিনে নিজে নিজে অন্নেক আনন্দ করলুম Rose Rose Rose Rose Rose Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Thumbs Up Rose Rose Rose Rose Rose। ভীষণ ভাল্লাগ্লো। চমৎকার একটি লিখা পোষ্ট করার জন্য জাজাকাল্লাহু খাইর।
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৩৪
238536
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়াআলাইকুম আসসালাম।আপনার স্বতঃস্ফুর্ত মন্তব্যে মনপ্রাণ ছুঁয়ে গেল। Praying
294996
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১০:৫৯
এম মিজান রহমান লিখেছেন : প্যারোডিটা দারুন হৈছে ।
ব্লগে নিয়মিত লেখালেখির চেষ্টা করি কিন্তু পড়ার চাপ, পারিপার্শ্বিক ব্যস্থতার দরুন পারি না ।
ইনশাল্লাহ বছরের শুরুটা হোক নতুন প্রত্যয়ে......
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৩
238545
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইনশাআল্লাহPraying
295007
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১১
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : কমেন্ট করা থেকে বিরত থাকলাম!
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৭
238437
গেঁও বাংলাদেশী লিখেছেন : (~~) (~~) (~~) (~~) (~~) (~~) (~~)
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৩
238546
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমিও জবাব দেয়া থেকে বিরত থাকলামBroken Heart
295009
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১৪
নিশা৩ লিখেছেন : খুব ভাল লিখেছেন। শুভেচ্ছা অনেক। Good Luck Rose
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
238547
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনার জন্যও অফুরণ্ত শুভেচ্ছাHappy Love Struck
295019
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২০
মামুন লিখেছেন : চমৎকার একটি পোষ্ট!!
একটু ভাবুক হয়ে গিয়েছিলাম পড়তে পড়তে।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর। Thumbs Up Thumbs Up Rose Rose
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৪
238548
ফাতিমা মারিয়াম লিখেছেন : নিয়মিত উৎসাহ দেয়ার জন্য ধন্যবাদHappy Good Luck
295020
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৩
লজিকাল ভাইছা লিখেছেন : No Comment. আশা করি এই পোষ্টটি স্টিকি হবে। আল্লাহ্‌ মডুদের হেদায়েত দান কর, তারা যেন এই পোষ্টটি স্টিকি করে। চমৎকার হয়েছে সিনিয়র স্কয়ার -------
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৫
238550
ফাতিমা মারিয়াম লিখেছেন : সিনিয়র স্কয়ার মানে কি?
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৮
238556
লজিকাল ভাইছা লিখেছেন : মানে হল, Blog এ আপনার ২ বছর আর আমার ২ মাস । সেই হিসাবে আপনি আমার সিনিয়র, but আমার মনে হয়েছে, এটা শুধু সিনিয়র না হয়ে Double সিনিয়র বা সিনিয়র স্কয়ার জাতিয় কিছু হলে ভাল হয়। Good Luck Good Luck Happy Happy
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৮
239205
ফাতিমা মারিয়াম লিখেছেন : ভালো লজিকতো!!!!Rolling on the Floor
295024
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:২৯
বৃত্তের বাইরে লিখেছেন : মজার প্যারডি আড্ডা। ভালো লাগলো। স্লেভ ভাই, সবুজ ভাইকে স্পেশাল ধন্যবাদ। সবসময় থাকেন। খাওয়া দাওয়া ভালো করেন তাই মন সবসময় ফুরফুরা থাকে মনে হয় Happy ফাতিমা অপুকে আজকাল আগের মত দেখা যায়না। Thinking বাকপ্রবাস ভাই আসেন না অনেকদিন। Sad ভিশুদাও একটু যেন কেমন কেমন হয়ে গেছেন। Rolling Eyes বাকিরা সবাই নতুন বছরে নিয়মিত হবেন আশা রইলো Love Struck Rose Good Luck
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৮
238551
ফাতিমা মারিয়াম লিখেছেন : অন্যদের ব্যাপারে তারা নিজেরাই বলবেন কেন তারা অনিয়মিত। আমি আসলে নভেম্বরের শেষ সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত পরীক্ষাক্রাণ্ত ছিলাম। এখন পারিবারিক কাজাক্রাণ্ত!! অর্থাৎ ভীষন ব্যস্ত!!!মাঝে মাঝে ফাঁক পেলেই ব্লগে ঢুঁ মারিCrying
১০
295027
১৬ ডিসেম্বর ২০১৪ রাত ১১:৩১
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩০
238552
ফাতিমা মারিয়াম লিখেছেন : সদা সর্বদা ভালো লাগায় আপ্লুত সুশীল ব্লগার।
১১
295052
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০১:৪৬
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩১
238553
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপাগো একটা কিছু বলেনCrying
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ১২:২৩
238784
রেহনুমা বিনত আনিস লিখেছেন : মুখের ভিন্ন ভিন্ন মাংস্পেশী ভিন্ন ভিন্নভাবে মনের কথা বলে। কিছু মাংস্পেশী শব্দ উৎপাদন করে আর কিছু শব্দহীনভাবেই ভাবের প্রকাশ ঘটায়। আপনি শব্দ উৎপাদন করলেন আর আমি নীরব মুগ্ধতায় তা উপভোগ করলাম Love Struck Love Struck Love Struck
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
239206
ফাতিমা মারিয়াম লিখেছেন : Tongue Tongue Tongue
১২
295055
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০২:২০
শেখের পোলা লিখেছেন : ব্লগটা ডুবছে অশ্লীল এ্যাড ভারে,
কেউ কিছু বলেন হায়,
নব বধু দেশে রেখে, প্রবাসে গিয়ে,
আশরাফ ভাই কষ্ট পায়৷
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:৩১
238554
ফাতিমা মারিয়াম লিখেছেন : :Thinking :Thinking :Thinking
১৩
295059
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:০৩
সিটিজি৪বিডি লিখেছেন : সুন্দর হয়েছে। আমিও আগের মত সময় দিতে পারি না বলে মন খারাপ। সবাইকে খুব মিস করি।
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৬
238541
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনারা সিনিয়র ব্লগাররা নিয়মিত না আসলে কি হয়? এবার থেকে নিয়মিত আসার অনুরোধ রইল।
১৪
295061
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৩:১০
আফরা লিখেছেন : ফাটাফাটি হয়েছে গুরুজী Rolling on the Floor Rolling on the Floor Thumbs Up Thumbs Up Give Up Give Up
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
238540
ফাতিমা মারিয়াম লিখেছেন : হাসছ কেন?Crying
১৫
295077
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ০৫:১৮
আফরোজা হাসান লিখেছেন : আপুজ্বি এত্তো সুন্দর করে লিখেছেন মন্তব্য কি করবো ভেবে পাচ্ছি না! Angel তবে শেষ প্যারাতে এসে চোখ ভিজে গিয়েছিল! Big Hug ব্লগ থেকে আমিও অনেক কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ! Star আপনাদের মতো অসাধারণ একেকজন বোন পেয়েছি! Bee যারা শুধু আমার মনের ছোট্ট ঘরেই না, জায়গা করে নিয়েছে আমার আপন জগতেও.... Love Struck অনেক অনেক ভালোবাসা রইলো আপু! Love Struck Love Struck Love Struck Love Struck Love Struck
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৫
238539
ফাতিমা মারিয়াম লিখেছেন : তোমার জন্য এবং তোমাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। নাকিব কেমন আছে?
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০১:৫৫
238592
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : সেকি নাম উল্লেখ করলে না যে তোমার পরাণের বান্ধবীর Surprised তোমার আর সাদিয়া আপুর বন্ধুত্বে ফুট দিতে হবে Tongue এত্তো ভাব সহ্য হয় না Clown
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২৯
239207
ফাতিমা মারিয়াম লিখেছেন : আরূ এসব কি?Broken Heart
১৬
295133
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫১
মোতাহারুল ইসলাম লিখেছেন : খুব ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
১৭ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৫৩
238538
ফাতিমা মারিয়াম লিখেছেন : আপনিওতো কোথায় যেন হারিয়ে গেলেন। এখন আর নিয়মিত আসেন না কেন?
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৮
238599
মোতাহারুল ইসলাম লিখেছেন : আমি আপনাদের লিখা পড়তেই বেশী ভালোবাসি। লিখতে ভালো লাগেনা।
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩০
239208
ফাতিমা মারিয়াম লিখেছেন : কিন্তু আপনি নিজেইতো বেশ ভালো লিখেন। এখন আবার শুরু করে দেন।
১৭
295194
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০১
আরোহী রায়হান প্রিয়ন্তি লিখেছেন : আপুজ্বি এত্তো মজা করে লিখেছেন অন্নেক ভালো লেগেছে Bee আমি তো নিজে চাইলেও নিয়মিত হতে পারি না। At Wits' End আফ্রুর মর্জির উপর আমার গল্প নির্ভর করে। Time Out তবে পুরোনো সব্বাইকে অনেক মিস করি। Day Dreaming যারা এখনো আছেন তারাও যেন কেমন কেমন হয়ে গিয়েছেন! D'oh আসলেই দিন যায় কথা থাকে, ঢেউ তুলে যায় মনের বাঁকে... Sad
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
239209
ফাতিমা মারিয়াম লিখেছেন : ইশ্‌.....বললেই হবে? তুমি নিজেইতো অনেক ভালো লিখ। শুরু করে দাওFrustrated
১৮
295195
১৭ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:০৩
ছালসাবিল লিখেছেন : আপপু, আমরা কি দোষ কোরেছি Surprised Smug Worried Crying আমাদের নাম কোথায় Loser
আমাদের নামের প্যারোডি চাই ই চাই Loser Day Dreaming
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:০৭
239189
ফাতিমা মারিয়াম লিখেছেন :





বিয়ের প্রস্তাব দিয়ে ঝুলন্ত বাবু হয়ে
মাথার চুল ছিঁড়ছে ছালসাবিল!
কবিরাজী ছেড়ে দিয়ে কবিতা লিখেওতো
পায়না যে কন্যার মন দিল।Rolling on the Floor
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৭
239199
ছালসাবিল লিখেছেন : Tongue Sad Big Grin
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩১
239210
ফাতিমা মারিয়াম লিখেছেন : Rolling on the Floor
১৯
295271
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২০
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম আপু! ফ্যান্টাসটিক প্যারডি হয়েছে আপু!আমি তো কবিতা লিখতে পারি না এটুকু একটু পড়েন প্লিজ Praying

দিন যায় কথা থাকে
ঢেউ তুলে যায় মনের বাঁকে Day Dreaming
Rose Angel Praying Love Struck
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:৩৩
239213
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম।


এই লাইন কয়টিতো আরোহী ১৭ নং মন্তব্যে দিয়েছে!!! কে কাকে কপি করেছে?Rolling on the Floor
১৯ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
239268
সাদিয়া মুকিম লিখেছেন : ফাঁকিবাজ টাইটল তো ১৭ং কমেন্টধারীর তাই না আপু?Don't Tell Anyone Tongue Love Struck
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৫
239347
ফাতিমা মারিয়াম লিখেছেন : এইভাবে খোলা ময়দানে সব কিছু ফাঁস করে দিলে?Tongue Rolling on the Floor
২০
295273
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:২৫
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : ফাতিমা আপু কেমন আছ? আমিও অনেকদিন পর আসলাম। আমার নাম লিস্টে নেই :(
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২১
239203
ফাতিমা মারিয়াম লিখেছেন : এতদিন পরপর আসলেতো নামই মনে থাকেনা; এখন যে কি করি!!!!!:Thinking :Thinking :Thinking
২১
295285
১৭ ডিসেম্বর ২০১৪ সন্ধ্যা ০৭:৫৭
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : সবাই ফিরে আসুক সেই প্রত্যাশা করি ,,ধন্যবাদ
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
239202
ফাতিমা মারিয়াম লিখেছেন : ফিরে আসুকLove Struck
২২
295301
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ০৯:৫৯
সায়েম খান লিখেছেন : +
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:২০
239201
ফাতিমা মারিয়াম লিখেছেন : +++
২৩
295323
১৭ ডিসেম্বর ২০১৪ রাত ১১:১০
ভিশু লিখেছেন : Chatterbox ইয়া আল্লাহ... Surprised আমি সবসময় এই পাঁচ-ফোড়ন দেয়া, কুড়মুড়ে, মচমচে, গরম গরম তেলে ভাজা লেখাগুলাতে লেইট হই ক্যান্নো... Worried অনেক অনেক মজা হৈসে এবং স্বাদ লাগ্লো... Happy Good Luck Rose
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১৯
239200
ফাতিমা মারিয়াম লিখেছেন : কুড়মুড়ে, মচমচে, গরম গরম তেলে ভাজা সব কিছুতো ঠাণ্ডা হয়ে গেছে!Broken Heart দাঁড়ান আবার তৈরি করছিFrustrated
২৪
295353
১৮ ডিসেম্বর ২০১৪ রাত ০১:০৫
গন্ধসুধা লিখেছেন : সুধা হাজির Big Grin
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ১২:১০
239193
ফাতিমা মারিয়াম লিখেছেন : 'কতদিন পরে এলে একটু বস.......'Love Struck Love Struck Love Struck
২৫
295703
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৪৬
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ভালো লাগলো ধন্যাবাদ
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
239348
ফাতিমা মারিয়াম লিখেছেন : আহারে!Broken Heart হ্যারীর কি হইসে?Crying
২৬
295705
১৯ ডিসেম্বর ২০১৪ দুপুর ০২:৫৩
জোনাকি লিখেছেন : নস্টালজিক Happy
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
239349
ফাতিমা মারিয়াম লিখেছেন : হুমমHappy
২৭
295744
১৯ ডিসেম্বর ২০১৪ বিকাল ০৫:৩৪
ক্ষনিকের যাত্রী লিখেছেন : অন্নেক সুন্দর। Happy ভালো লাগলো বেশ। Rose Rose Rose Good Luck Good Luck Good Luck
২০ ডিসেম্বর ২০১৪ সকাল ১০:৪৮
239350
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ জানুন ক্ষণিকের যাত্রীHappy
২৮
296101
২১ ডিসেম্বর ২০১৪ রাত ০২:৫৭
প্রবাসী মজুমদার লিখেছেন : প্যারেডি গানটি প্রশংসনীয়। খুব ভাল লাগল। ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ।
২১ ডিসেম্বর ২০১৪ সকাল ১১:২৯
239604
ফাতিমা মারিয়াম লিখেছেন : অনেকগুলো ধন্যবাদ একসাথে গ্রহণ করলাম।
২৯
297978
২৯ ডিসেম্বর ২০১৪ রাত ১০:১৬
বইয়ের পাতায় রোদের আলো লিখেছেন : হাহাহা Thumbs Up

ফাটাফাটি
০২ জানুয়ারি ২০১৫ রাত ০৮:১৪
241894
ফাতিমা মারিয়াম লিখেছেন : হিহিহি............জ্বি-হ্যাঁTongue
৩০
310798
২৪ মার্চ ২০১৫ দুপুর ১২:১৯
দ্য স্লেভ লিখেছেন : অসম্ভব লিখেছেন। অনেক পরে এসে পড়লাম কিন্তু সত্যিই আপনার মাথায় মাল আছে।

দ্য স্লেভই মনে হয় সবচেয়ে ভালো আছে

যা পায় তা-ই শুধু খেয়ে যায়,


কথা সত্য...Happy
২৬ মার্চ ২০১৫ রাত ০৯:৩৬
252321
ফাতিমা মারিয়াম লিখেছেন : এতদিন পরে আসলেন! তবুও ধন্যবাদ।
৩১
311257
২৬ মার্চ ২০১৫ রাত ১১:১৩
ছালসাবিল লিখেছেন : আপপপু, কিসের আড্ডা Day Dreaming আড্ডা তে চা কফি কই Day Dreaming
২৭ মার্চ ২০১৫ সকাল ০৯:৩৬
252413
ফাতিমা মারিয়াম লিখেছেন : চা কফি পরে খাইয়েন, আগে বলেন আপনি এতদিন কই আছিলেন?
২৮ মার্চ ২০১৫ দুপুর ০৩:০৪
252514
ছালসাবিল লিখেছেন : আকাশের পানে ডানা মেলে ঘুড়তে গেছিলুম আপপপু। পেটে খিদা লাগলো তাই ফিরে আসলাম আপনার বাসায়।

৩২
312212
০১ এপ্রিল ২০১৫ দুপুর ০৩:১৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আবার হবে -
ফাটাফাটি হাড্ডাহাড্ডি
আড্ডাআড্ডি।
০৭ এপ্রিল ২০১৫ সকাল ১০:২০
254384
ফাতিমা মারিয়াম লিখেছেন : তবে শুরু হোকWaiting
৩৩
315729
১৯ এপ্রিল ২০১৫ সকাল ১১:১২
আজাদ আব্দুল্লাহ লিখেছেন : সেইরাম হইছে। ফাটাফাটি......।
২০ এপ্রিল ২০১৫ সন্ধ্যা ০৬:০৫
257017
ফাতিমা মারিয়াম লিখেছেন : ধন্যবাদ আব্বাজীHappy
৩৪
321029
১৯ মে ২০১৫ বিকাল ০৪:২১
পেন্সিল লিখেছেন : আমার নাম কই খাপু? Crying
আমাকে এরম করে ভুলে গেলা?
২২ মে ২০১৫ সকাল ০৭:৩৪
262805
ফাতিমা মারিয়াম লিখেছেন : ডুব দিয়ে থাকলে এরম করেই ভুলে যেতে হয়গো ছোট্ট পেন্সিল! নিয়মিত থাক....দেখবে পরেরবার তোমাকে নিয়েও কত ছন্দ, কত গল্প রচিত হবেLove Struck Love Struck Love Struck
২৯ মে ২০১৫ রাত ০১:৫৯
264457
ধ্রুব নীল লিখেছেন : Crying
০৩ জুন ২০১৫ সন্ধ্যা ০৬:৩১
266077
পেন্সিল লিখেছেন : সে-ই ভালো, ভুলে যেও। মনে রাখবার অতো কি দরকার?
৩৫
323141
২৮ মে ২০১৫ রাত ১১:২২
ধ্রুব নীল লিখেছেন : এসবি ব্লগের সেই আড্ডাটা
টুডেতে নেই টুডেতে নেই,
কোথায় হারিয়ে গেল এসবি'র আড্ডাগুলো সেই,
যা টুডেতে নেই।

দিন কিংবা রাতে অথবা খুব প্রভাতে
ঢুঁ দিতাম ব্লগের চাদরে
প্রিয়দের লেখাগুলো মজা করে পড়তাম
কি নেশা ছিল যেন সে ঘরে!

কিভাবে কেমন করে জানিনা কোথায় হায়
হঠাত করে হারাল সে মূল,
একসাথে পাইনা আর যারা ছিল একসময়
এসবি'র বুলবুল।
২৯ মে ২০১৫ রাত ০৩:১৭
264466
সাদিয়া মুকিম লিখেছেন : Good Luck Good Luck Happy

অন্নেক সুন্দর লিখেছো! Day Dreaming
২৯ মে ২০১৫ সকাল ০৮:২৭
264492
ফাতিমা মারিয়াম লিখেছেন : তুমি এখন আর আগের মত নিয়মিত নও নীল। এসবিতো সেই কবে হারিয়ে গেছে। এখন এখানেই আবার জমজমাট আড্ডা শুরু করে দাও। সময়কে মেনে নেয়াইতো বুদ্ধিমানের কাজ। নিয়মিত হও। ধন্যবাদ প্যারডি মন্তব্যের জন্য।
৩৬
324351
০৩ জুন ২০১৫ দুপুর ০২:১৯
প্যারিস থেকে আমি লিখেছেন : সুবহানাল্লাহ।
০৪ জুন ২০১৫ রাত ০৮:৪৫
266482
ফাতিমা মারিয়াম লিখেছেন : Happy
৩৭
385917
০৯ অক্টোবর ২০১৮ বিকাল ০৪:৪৫
আবু জারীর লিখেছেন : আবার সবাই ফিরে আসি ব্লগ পাড়ার মাজার আড্ডা, ভাল ভাল লেখা পড়া আর জ্ঞান বিতরণের কাজে।

সবাইকে শুভেচ্ছা এবং সবার জন্য শুভ কামনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File