টুডে ব্লগের সেই আড্ডাটা(প্যারডি)
লিখেছেন লিখেছেন ফাতিমা মারিয়াম ১৬ ডিসেম্বর, ২০১৪, ১০:৩৯:৫৬ রাত
টুডে ব্লগের সেই আড্ডাটা
আজ আর নেই আজ আর নেই,
কোথায় হারিয়ে গেল সোনালী আড্ডাগুলো সেই,
আজ আর নেই।
.
মুমতাহিনা প্যারিসে জান্নাত ঢাকাতে
নেই তারা আজ কোন খবরে
সুধা, পাতা, জারামণি , কবিতা হারিয়ে গেল
র'বেনা তারা কি আর এ ঘরে?
কিভাবে কেমন করে জানিনা কোথায় হায়
হারালো যে প্যারিসের সাইফুল,
নেহায়েৎ,ধ্রুবনীল, তানিনটাও আজ আর
হয়নাতো কবিতায় মশগুল।
.
দ্য স্লেভই মনে হয় সবচেয়ে ভালো আছে
যা পায় তা-ই শুধু খেয়ে যায়,
দেশ থেকে ফিরে গিয়ে নিজের জীবনে ফিরে
ভুলে গেছে সবাইকে রোজা হায়!
কবিভাই জোবাইর, আবু আশফাক আর
বাকপ্রবাস কাব্য লিখেনা,
পবিত্র, রাইয়ান, ইমরান ভাই আর
সাদিয়াটা ব্লগে আর আাসেনা।
.
একটা আড্ডাতে অনেকটা সময় নিয়ে
জমজমাট আলোচনা চলত
মজার মজার সব কথা আর গল্প
রুবাইয়া, আরোহী, আফরা বলত।
ক্লাস কিংবা অফিস যেখানেই যে থাকুক
কাজ সেরে ঠিক এসে জুটতাম,
খুনসুটি ঝগড়ায় জমিয়ে আড্ডা মেরে
যার যার সময়েতে উঠতাম ।
.
কবিরাজী চেহারা হাতেতে ষ্টেথো নিয়ে
ভিশু এসে আড্ডায় বসত,
ডাক্তারি না করে ব্লগের সবাইকে নিয়ে
জ্ঞানী জ্ঞানী আলোচনা করত।
হাসি গান খুনসুটি দুষ্টু দুষ্টু কথায়
আওন আর হ্যারি শুধু ঘুরত,
রেহনুমা, সন্ধাতারা শিক্ষণীয় লেখা দিয়ে
ব্লগে এসে বিচরণ করত।
.
কত ব্লগাররা নেই আজ
ব্লগটা তবুও আছে,
পোস্টের জায়গায়ও খালি নেই।
একই সে ব্লগে আজ
এসেছে নতুন ব্লগার
তবু সেই পুরনো অনেকে নেই।
কত নতুন ব্লগার এলো এই টুডে ব্লগেতে
আরও কতজনই হেথা আসবে,
কত রাগ অভিমানে মিলেমিশে সবাই
আবার কতজন হাসবে।
[ ইচ্ছে থাকা স্বত্তেও হারিয়ে যাওয়া অনেকের নাম এই প্যারডিতে আনতে পারিনি.....পারিনি নতুন কোন ব্লগারের নামও আনতে।চেষ্টা করেছিলাম নিয়মিত আরও কয়েকজনের নাম দেয়ার .....কিন্তু পারিনি। আবার লাইন মিলানোর জন্য সিনিয়রদের মধ্যে যারা বর্তমানে নিয়মিত আছেন তাদেরকেও অনিয়মিত করে দিয়েছি। যেমন-ভিশু,আওন আর হ্যারি,রেহনুমা আপা ও সন্ধাতারা আপা। যাদের ব্যাপারে একটু উল্টাপাল্টা হয়ে গেছে এবং যাদের নাম আসেনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম।
আর কিছুদিন পরেই এই ব্লগে আমার দু'বছর পূর্ণ হবে সাথে ব্লগেরও। সবার সাথে হাসি আনন্দে এই সময়টুকু পার করেছি। ব্লগ থেকে পেয়েছি অনেক কিছু। কিন্তু দিতে পারিনি কিছুই। এটা আমার অক্ষমতা। আসন্ন বছরে নতুন উদ্যমে সবাই আবার নতুন করে ব্লগিং শুরু করব....এই প্রত্যাশা করছি।]
বিষয়: বিবিধ
১৭৮৫ বার পঠিত, ৯৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ব্লগে নিয়মিত লেখালেখির চেষ্টা করি কিন্তু পড়ার চাপ, পারিপার্শ্বিক ব্যস্থতার দরুন পারি না ।
ইনশাল্লাহ বছরের শুরুটা হোক নতুন প্রত্যয়ে......
একটু ভাবুক হয়ে গিয়েছিলাম পড়তে পড়তে।
অনেক ধন্যবাদ আপনাকে।
জাজাকাল্লাহু খাইর।
কেউ কিছু বলেন হায়,
নব বধু দেশে রেখে, প্রবাসে গিয়ে,
আশরাফ ভাই কষ্ট পায়৷
আমাদের নামের প্যারোডি চাই ই চাই
বিয়ের প্রস্তাব দিয়ে ঝুলন্ত বাবু হয়ে
মাথার চুল ছিঁড়ছে ছালসাবিল!
কবিরাজী ছেড়ে দিয়ে কবিতা লিখেওতো
পায়না যে কন্যার মন দিল।
দিন যায় কথা থাকে
ঢেউ তুলে যায় মনের বাঁকে
এই লাইন কয়টিতো আরোহী ১৭ নং মন্তব্যে দিয়েছে!!! কে কাকে কপি করেছে?
ফাটাফাটি
দ্য স্লেভই মনে হয় সবচেয়ে ভালো আছে
যা পায় তা-ই শুধু খেয়ে যায়,
কথা সত্য...
ফাটাফাটি হাড্ডাহাড্ডি
আড্ডাআড্ডি।
আমাকে এরম করে ভুলে গেলা?
টুডেতে নেই টুডেতে নেই,
কোথায় হারিয়ে গেল এসবি'র আড্ডাগুলো সেই,
যা টুডেতে নেই।
দিন কিংবা রাতে অথবা খুব প্রভাতে
ঢুঁ দিতাম ব্লগের চাদরে
প্রিয়দের লেখাগুলো মজা করে পড়তাম
কি নেশা ছিল যেন সে ঘরে!
কিভাবে কেমন করে জানিনা কোথায় হায়
হঠাত করে হারাল সে মূল,
একসাথে পাইনা আর যারা ছিল একসময়
এসবি'র বুলবুল।
অন্নেক সুন্দর লিখেছো!
সবাইকে শুভেচ্ছা এবং সবার জন্য শুভ কামনা।
মন্তব্য করতে লগইন করুন